Logo
Logo
×

রাজনীতি

ছাত্রদল সভাপতির পদ হারানোর গুঞ্জন, যা বললেন সাধারণ সম্পাদক

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৫, ০৫:৫৭ পিএম

ছাত্রদল সভাপতির পদ হারানোর গুঞ্জন, যা বললেন সাধারণ সম্পাদক

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব পদ হারিয়েছেন- শুক্রবার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। তার পদ হারানোর বিষয়টি সত্য নয় বলে নিশ্চিত করেছেন দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে তিনি এ বিষয়ে একটি পোস্ট দেন।

তিনি লিখেছেন, টানা অনেকদিন বৃষ্টিতে ভিজে দলীয় কর্মসূচি পালন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ঠান্ডা জ্বরে আক্রান্ত হয়েছেন। তাই আজ কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেননি। আমি তার সুস্থতা কামনা করছি।

সাধারণ সম্পাদক আরও লিখেছেন, ছাত্রদলের সভাপতির শারীরিক অসুস্থতার সময়ে নানাধরনের ভিত্তিহীন গুজব ছড়িয়ে পড়তে দেখেছি। এগুলো সবই উদ্দেশ্যমূলক এবং বিভ্রান্তিকর প্রোপাগান্ডা। আপনারা সবাই  এ ধরনের গুজব পরিহার করুন।

এর আগে শুক্রবার দুপুরে মুজাহিদ বিল্লাহ নামে একজন ফেসবুকে লিখেছেন, সিনিয়রদের সঙ্গে বেয়াদবি করায় পদ হারালেন ছাত্রদল সভাপতি রাকিব, নতুন সভাপতি আফসান। রফিকুল ইসলাম নামে একজন লিখেছেন, জুলাই যোদ্ধা বিসিবি ফারুক সাহেবের পর এবার যাত্রাবাড়ীর সেক্টর কমান্ডার রাকিব সাহেবকেও পদ হারাইতে হইল!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম