Logo
Logo
×

রাজনীতি

ড. ইউনূসকে নিয়ে যে স্মৃতিচারণ করলেন বুলু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ০২:০৯ এএম

ড. ইউনূসকে নিয়ে যে স্মৃতিচারণ করলেন বুলু

জিসপের সভায় বক্তারা। ছবি: যুগান্তর

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকতউল্লাহ বুলু বলেছেন, ডক্টর ইউনূস যখন নোবেল পুরস্কার পেয়েছিলেন তখন তাকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক সংবর্ধনা দিয়েছিলেন অবিভক্ত ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা। অথচ তার ছেলে ইশরাক হোসেন হাইকোর্ট থেকে রায় নিয়ে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করল; কিন্তু তাকে শপথ পাঠ করাচ্ছে না।

সোমবার (২ জুন) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।  সভার আয়োজন করে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ)।

বরকত উল্লাহ বুলু বলেন, ড. ইউনূস যখন নোবেল প্রাইজ নিয়ে আসেন আপনাকে শেখ হাসিনা অভিনন্দন দেয় নাই। সেদিন বিএনপি ক্ষমতায় ড. ইয়াজ উদ্দিন সাহেব আপনাকে বঙ্গভবনে সংবর্ধনা দিয়েছিলেন। 

বুলু বলেন, অবিভক্ত ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা পার্লামেন্টের দক্ষিণ প্লাজায় লাখ লাখ মানুষের সামনে আপনাকে (ড. ইউনূস) নাগরিক সংবর্ধনা দিয়েছেন। আমার বাসায় একটি ছবি আছে, যেই ছবির একপাশে আমি এবং অন্যপাশে আমাদের তৎকালীন মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া। আপনি হাস্যোজ্জ্বল চেহারায় বসে সাদেক হোসেন খোকার বক্তৃতা শুনছেন। 

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, সাদেক হোসেন খোকা বাংলাদেশের ইতিহাসে সফল গেরিলা যোদ্ধা। তিনি অত্যন্ত সাহসিকতার সঙ্গে ঢাকায় নয়টি অপারেশন করেছেন। ঢাকার উন্নয়নের সঙ্গে জড়িত সাদেক হোসেন খোকা আপনাকে সংবর্ধনা দিয়েছিলেন। 

ড. ইউনূসকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, সাদেক হোসেন খোকার ছেলে ইশরাককে হাইকোর্ট থেকে রায় দিয়েছেন। ইসি (নির্বাচন কমিশন) যার গেজেট করেছে। আপনি তাকে শপথ দিচ্ছেন না। তাই অতি শীঘ্রই সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে শপথের ব্যবস্থা করবেন।

আয়োজক সংগঠনের সভাপতি এম গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিবুর রহমান হাবিব, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম