Logo
Logo
×

সারাদেশ

জেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিষ্কার

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ১১ জুন ২০২৫, ০৩:৫৮ পিএম

জেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিষ্কার

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি মাসুদুর রহমান মাসুদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মাসুদকে বহিষ্কার করা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।

এতে আরও বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ উত্তর জেলা শাখার সহসভাপতি মাসুদুর রহমান মাসুদকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

ছাত্রদলের কোনো নেতা-কর্মীদের মাসুদের সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ দেওয়া হয় ওই বিজ্ঞপ্তিতে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম