‘অতীতে আওয়ামী লীগের সঙ্গে থাকলে তাদের সদস্যপদ নবায়ন হবে না’
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১০:৫১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
যেসব ব্যক্তি অতীতে আওয়ামী লীগের সঙ্গে ছিলেন, তাদের বিএনপির সদস্যপদ নবায়নের সুযোগ থাকবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মো. মোস্তফা জামান।
তিনি বলেছেন, বিএনপির সদস্য ফরম যেন কোনোভাবেই আওয়ামী লীগের নেতা-কর্মীদের হাতে না যায়—এটা আমাদের নিশ্চিত করতে হবে।
বুধবার দুপুরে রাজধানীর তুরাগ থানায় আয়োজিত বিএনপির সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
মোস্তফা জামান তার বক্তব্যে বলেন, দুঃসময়েই বোঝা যায় কারা দলের প্রতি নিবেদিত। এখন অনেকেই আমাদের দলে আসতে আগ্রহী, কিন্তু এটা মনে রাখা জরুরি—যারা কেবল সুবিধা নিতে আসে, তারা আবার সেই সুবিধা না থাকলে চলে যায়। আমরা শুধু তাদেরই গুরুত্ব দেবো, যারা বিপদের সময় দলের পাশে ছিল।
তিনি আশা প্রকাশ করে বলেন, আমরা বিশ্বাস করি, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগির দেশে ফিরে আসবেন এবং জনগণের সরকার প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দেবেন।
অনুষ্ঠানে অংশ নেওয়া নেতারা বলেন, এই সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি আগামী দিনের আন্দোলন ও জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলকে সংগঠিত করতে বড় ভূমিকা রাখবে। কর্মসূচিতে বিএনপির বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী ছাড়াও সাধারণ মানুষের সরব উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।
