Logo
Logo
×

রাজনীতি

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রস্তুতি চলছে: খসরু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ জুন ২০২৫, ০৯:৩৩ পিএম

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রস্তুতি চলছে: খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। 

শুক্রবার বাদ আসর রাজধানীর কাটাবনের একটি মসজিদে গণফোরাম সভাপতি প্রয়াত মোস্তফা মোহসীন মন্টুর মিলাদ মাহফিলে অংশ নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

আমির খসরু বলেন, বিএনপিসহ দেশের সব মানুষ তারেক রহমানের জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছে। খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন। আর তার দেশে ফেরা নিয়ে প্রস্তুতিও চলছে। 

আরও পড়ুন: হাতে হাত রাখলেন সালাহউদ্দিন তাহের ও নাহিদ

পোস্টার বাতিল, নির্বাচন সংক্রান্ত আরপিও সংশোধনের বিষয়ে সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, এমন প্রত্যাশা করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

আগামীকাল তিনদিনের সফরে চীন যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল। চীন সফরে দুই দেশের বহু পুরনো সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশা ব্যক্ত করেন স্থায়ী কমিটির এই সদস্য।

মিলাদ মাহফিলে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুসহ বিভিন্ন রাজনৈতিক দল নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম