Logo
Logo
×

রাজনীতি

ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার আহ্বান মির্জা ফখরুলের

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ২০ জুন ২০২৫, ১০:১৪ পিএম

ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার আহ্বান মির্জা ফখরুলের

মির্জা রুহুল আমিন স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: যুগান্তর

চব্বিশের আন্দোলনে শহিদদের আত্মার প্রতি শ্রদ্ধা ও আহতদের প্রতি সহমর্মিতা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটা কথা সব সময় মনে রাখতে হবে- এ দেশটা কিন্তু আমাদের, অন্য কারও নয়। দেশ গড়ার দায়িত্ব আমাদের সবার।

শুক্রবার বিকালে ঠাকুরগাঁও শহিদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে আয়োজিত ‘মির্জা রুহুল আমিন স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছরে দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। তবে এখন আমাদের সামনে সুযোগ এসেছে নতুন করে গড়ে তোলার।

তিনি বলেন, যেভাবে আমরা দেশ গড়ার শপথ নিয়েছি, ঠিক তেমনিভাবে আমাদের ক্রিকেট ও খেলাধুলাকে এগিয়ে নিতে হবে। খেলাধুলা শুধু শারীরিক নয়, মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিএনপি মহাসচিব বলেন, খেলাধুলা করলে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে, হৃদরোগের ঝুঁকি কমে, মানসিক চাপ হ্রাস পায়। পাশাপাশি বাড়ে মনোযোগ, একাগ্রতা ও আত্মবিশ্বাস। খেলাধুলা সামাজিক সম্পর্ক গড়ে তুলতে ও সৃজনশীলতা বাড়াতেও সহায়তা করে।

ক্রীড়াপ্রেমীদের উদ্দেশে তিনি বলেন, দলমত নির্বিশেষে সবাইকে একত্র হয়ে যোগ্য খেলোয়াড়দের নিয়ে অনুশীলন ও উন্নয়নের উদ্যোগ নিতে হবে। খেলাধুলায় বিভাজন নয়, ঐক্যের জায়গা তৈরি হোক।

মির্জা ফখরুল বলেন, আমাদের সামনে একটা নতুন সুযোগ এসেছে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য, একটি সহনশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করার জন্য। এখনই সময় ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার।

স্টেডিয়ামে পৌঁছে এক আবেগঘন পরিবেশে নিজের অতীত স্মৃতিচারণা করে তিনি বলেন, আমি এখন রাজনীতির মাঠে থাকলেও মনটা খেলার মাঠেই। যারা খেলাধুলা করে, তাদের মন বড় হয়। ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক মানের খেলা আয়োজনের উদ্যোগ নিতে হবে।

এর আগে তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার ছোট খোচাবাড়ি এলাকায় ইএসডিওর তত্ত্বাবধানে নির্মিত একটি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সর্দার মোস্তফা শাহীন, মুক্তিযোদ্ধা নুর করিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, ঠাকুরগাঁও সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ক্যাপ্টেন (অব.) আইয়ুব আলী, সাবেক ইউপি চেয়ারম্যান পয়গম আলী এবং আয়োজক নূরে শাহাদত সজন প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম