ঢাকা জেলা তাঁতী দলের সভাপতির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১০:৫৪ পিএম
ঢাকা জেলা তাঁতী দলের সভাপতি জাকির হোসেনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা জেলা তাঁতী দলের সভাপতি জাকির হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে কেন্দ্রীয় কমিটি ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে।
মঙ্গলবার দুপুরে এ তদন্ত কমিটি গঠনের বিষয়ে নিশ্চিত করেন তাঁতী দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মজিবর রহমান।
২২ জুন কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ ইয়াছিন (দপ্তরের দায়িত্বে) স্বাক্ষরিত সংগঠনের প্যাডে এ তদন্ত কমিটি গঠন করেন।
তদন্ত কমিটির চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয়তাবাদী তাঁতী দলের ঢাকা জেলার সভাপতি জাকির হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তদন্তের জন্য জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের নির্দেশক্রমে জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং সাংবাদিক নেতা লায়ন এজেডএম মাইনুল ইসলাম পলাশের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল কালাম ও হানিফ খাঁন। আগামী ২৫ জুনের মধ্যে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে কেন্দ্রীয় সংসদ বরাবর লিখিত আকারে তদন্ত প্রতিবেদন জমা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
এ বিষয়ে জানতে মুঠোফোনে একাধিকবার ঢাকা জেলা তাঁতী দলের সভাপতি জাকির হোসেনকে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
কেন্দ্রীয় কমিটি তাঁতী দলের সাধারণ সম্পাদক মজিবর রহমান বলেন, ঢাকা জেলা তাঁতী দলের সভাপতি জাকির হোসেনের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে এ বিষয়ে আমাদের নজরে আসার পরে আমরা তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করেছি। সঠিক তথ্য যাচাই-বাছাইয়ের পরে সে যদি দোষী সাব্যস্ত হয়, তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। এছাড়া কেউ যদি দলের নাম ভাঙিয়ে কোনো অনিয়ম করে, সে যেই হোক না কেন, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
২১ জুন শ্রীপুর বৃহত্তর পাইকারি কাপড়ের মার্কেটের সামনের ফুটপাতের হকারদের কাছে চাঁদা চাইতে গেলে হকাররা তাকে গণপিটুনি দেয়। পরে এ বিষয়ে মার্কেট কর্তৃপক্ষ আশুলিয়া থানায় তার বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা করেন।
