Logo
Logo
×

প্রথম পাতা

বিএনপির নাম ভাঙিয়ে অপরাধ করলেই ব্যবস্থা: রুহুল কবির রিজভী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিএনপির নাম ভাঙিয়ে অপরাধ করলেই ব্যবস্থা: রুহুল কবির রিজভী

ছবি: সংগৃহীত

দলের নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা অসদাচরণ করলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিএনপি। শুক্রবার বিকালে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের এ কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই-দলের নামে যে কেউ যে কোনো ধরনের অনৈতিক, অবৈধ, সন্ত্রাসী, সহিংসতামূলক কর্মকাণ্ড করলে সে রেহাই পাবে না। আমরা অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক একটা তদন্ত করি। পাশাপাশি ভিডিও-অডিও সবকিছু পরীক্ষা করে যদি দেখা যায় সে দায়ী, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে বিন্দুমাত্র বিলম্ব করি না, করছি না। অনৈতিক ও অপরাধমূলক কাজের বিষয়ে বিএনপির অবস্থান জিরো টলারেন্স।

বিএনপির এই নেতা বলেন, ‘আমরা ৫ আগস্টের পর থেকে এ ধরনের যত তথ্য পেয়েছি, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। প্রতিদিনই এটা (সাংগঠনিক ব্যবস্থা) করি। তারপরও আবার বলছি, আর কেউ যেন সাহস না পায়। দলের অভ্যন্তরে অথবা অন্য যে কোনো মানুষের সঙ্গে কেউ যে কোনো ধরনের সহিংস আচরণ করবে, সন্ত্রাসীমূলক আচরণ করবে, সে রেহাই পাবে না।

আমাদের দলের নামে যারা দুর্বৃত্তপনা করেছে, অনৈতিক কর্মকাণ্ড করেছে, মানুষকে বিরক্ত করেছে, মানুষের মধ্যে ভীতি সঞ্চার করেছে, তাদের আমরা রেহাই দিইনি, দিচ্ছিও না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিনিয়ত সারা দেশে দলের নামে কোথায় কী ঘটছে, কারা কী করছে-সবকিছুর খবর রাখেন। কোনো কিছু জানার পর সঙ্গে সঙ্গে সেটার ব্যবস্থা নিয়েছি।’

তিনি বলেন, ইতোমধ্যে বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ-সংগঠনের, দলের নামে এবং বিভিন্ন অঙ্গ-সংগঠনের নামে কোনো দুর্বৃত্তচক্র গড়ে তোলা, অনৈতিক কোনো কাজের মধ্যে থাকা-এগুলো সন্ধান করে এবং ঘটনা জানতে পেরে সঙ্গে সঙ্গে এর ব্যবস্থা নিয়েছি। ৪ থেকে ৫ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান রিজভী।

২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘কুড়িগ্রামের চিলমারীতে কমিটি গঠনকে কেন্দ্র করে মশাল মিছিল, ভাঙচুর, নিজ দলের কর্মীদের আঘাত করা ইত্যাদি ঘটনা ঘটিয়েছে। আমরা সঙ্গে সঙ্গে বিষয়টি জানতে পেরে তদন্ত করে চিলমারী উপজেলা শাখার যুগ্ম-আহ্বায়ক সাঈদ হোসেন পাখি ও সদস্য আবদুল মতির শিরিনকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া কুমিল্লা দক্ষিণ জেলার কোতোয়ালি মডেল থানার পাছথুবী ইউনিয়নের (দক্ষিণ) সাধারণ সম্পাদক খোকন মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি দলের নামে বিভিন্ন সন্ত্রাস ও অস্ত্রবাজি কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন, তার ছবিসহ পাওয়া গেছে, আজ তাকে বহিষ্কার করা হয়েছে।’

তিনি জানান, ‘পাটগ্রামে শোনা গেছে কিছু লোক বিএনপির নামে সেখানকার থানায় ঢুকে ভাঙচুর করেছে এবং দুজনকে ছিনিয়ে আনার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত চলছে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, গণমাধ্যমে এসেছে বনানী থানা যুবদলের আহ্বায়ক মুনির হোসেনের নেতৃত্বে একদল ব্যক্তি বুধবার রাতে জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর হামলা চালায়। ছবি বিভিন্ন অনলাইনে এসেছে। সঙ্গে সঙ্গে যুবদলের নামধারী এই নেতাকে জাতীয়তাবাদী যুবদল বহিষ্কার করেছে। সঙ্গে সঙ্গে এই দৃষ্টান্ত স্থাপন করেছে যুবদল।

তিনি বলেন, গণতন্ত্রের প্রশ্নে টানা ১৬ বছর বিএনপি আন্দোলন করে গেছে। শেখ হাসিনা যে গণতন্ত্র কবরস্থ করেছিলেন, তা পুনর্জাগরণে আন্দোলন চালিয়ে গেছে বিএনপি। নানাবিধ নির্যাতনের পরও কখনো থেমে যায়নি। এখন সুষ্ঠু নির্বাচন দিলেই বোঝা যাবে বিএনপি কতটা জনপ্রিয়। এ সময় দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেওয়ার দাবি জানান বিএনপির এই সিনিয়র নেতা।

রিজভী বলেন, ‘গণতন্ত্র যখনই ধ্বংস কিংবা ষড়যন্ত্রের শিকার হয়েছে, তখনই দেশনেত্রী খালেদা জিয়া বারবার গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান রেখেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অবদান রেখেছেন, রাখছেন। পরমতসহিষ্ণুতাও গণতন্ত্রের সৌন্দর্য। অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিলেই বোঝা যাবে বিএনপি কতটা জনপ্রিয়। দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেওয়ার দাবিও জানান বিএনপির এই সিনিয়র নেতা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম