‘মার্চ ফর জাস্টিস’ দিবস পালন করবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১২:৩১ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আগামী ৩১ জুলাই ‘মার্চ ফর জাস্টিস’ দিবস পালন করবে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে সংগঠনটি।
বুধবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দপ্তর সম্পাদক মো. জিয়াউর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতা আগামী ৩১ জুলাই জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম 'মার্চ ফর জাস্টিস' দিবসটি উদযাপনের কর্মসূচি গ্রহণ করেছে।
এ কর্মসূচির অংশ হিসেবে সেদিন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে 'ফ্যাসিবাদ থেকে গণতন্ত্র উত্তরণের পথে আইনজীবীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী' অনুষ্ঠিত হবে। এছাড়াও একই দিনে সারাদেশের প্রতিটি জেলা বারে আইনজীবীদের পদযাত্রা কর্মসূচি পালন করা হবে।
