Logo
Logo
×

বলিউড

বাংলাদেশে আসছেন অরিজিৎ সিং, কতটা সত্যি?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১১:৫২ পিএম

বাংলাদেশে আসছেন অরিজিৎ সিং, কতটা সত্যি?

ফাইল ছবি

সংগীতাঙ্গনের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং ঢাকায় আসছেন— এমন খবর ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। এ নিয়ে নেটিজেনদের মাঝে শুরু হয়েছে গুঞ্জন। ট্রিপল টাইম কমিউনিকেশনস নামে একটি প্রতিষ্ঠান একটি ভোটিং পোলসংক্রান্ত পোস্ট করার পর থেকেই এ গুঞ্জন ছড়িয়ে পড়ে। আসলে কতটা সত্যি?

পোস্টটি নজরে আসে টিকিট টুমোরো নামে পোস্টটি শেয়ার করে একটি ভিডিও ছেড়েছে, যেখানে অরিজিৎ সিংয়ের বিভিন্ন শোর ক্লিপ কেটে দেখানো হয়েছে। সেই ভিডিওতে লেখা ছিল—বাংলাদেশে অরিজিৎ সিংয়ের লাইভ কনসার্ট বাস্তবে ঘটুক, সেই আকাঙ্ক্ষা প্রকাশ করা হয়েছে। এরপর থেকেই গুঞ্জন আরও জোরালো হয়, অরিজিৎ সিং বুঝি সত্যিই ঢাকায় আসছেন?

আসলে এই জল্পনার সূত্রপাত হয়েছে আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনসের পোস্ট থেকেই। কারণ এর আগেও এই প্রতিষ্ঠান ঢাকায় আতিফ আসলামের কনসার্ট আয়োজন করেছিল। আবার কিছু দিন পরেই ঢাকার মঞ্চ মাতাতে আসছেন ভারতীয় গায়ক আনুভ জাইন, যার আয়োজন করছে এই একই প্রতিষ্ঠান।

ফটোকার্ডের মতো সেই পোল পোস্টে দেখা যায়, এক পাশে আতিফ আসলাম, অন্য পাশে অরিজিৎ সিংয়ের ছবি। সঙ্গে লেখা— পরবর্তী সময়ে কাকে দেখতে চান আপনারা? আর সেই পোস্টেই নেটিজেনরা উচ্ছ্বাসে মন্তব্য করেন এবং নিজেদের পছন্দের শিল্পীর নাম জানান।

বিষয়টি জানতে ট্রিপল টাইম কমিউনিকেশনসের সঙ্গে যোগাযোগ করা হলে ফোনে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা বলেন, আমরা কোনো আয়োজন করার আগে শ্রোতাদের পছন্দ বুঝে নেওয়ার চেষ্টা করি—কে বেশি জনপ্রিয়, কাকে তারা দেখতে চান। সে কারণেই এই ভোটিং পোস্ট দেওয়া হয়েছিল। এখনো কিছু চূড়ান্ত হয়নি। আনুভ জেইনের ইভেন্টের পর সেটাই হবে আমাদের পরবর্তী পরিকল্পনা। তবে সামনে জাতীয় নির্বাচন থাকায় এর আগে নতুন ইভেন্টের সম্ভাবনা কম।

তিনি বলেন, পোস্টটি দেওয়ার পর অনেকে ধরে নিয়েছেন আমরা অরিজিৎ সিংকেই আনছি। কিন্তু এটি শুধু একটি ভোটিং পোস্ট মাত্র—এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।

উল্লেখ্য, সংগীতশিল্পী অরিজিৎ সিং সর্বশেষ ২০১৬ সালের মার্চ মাসে ঢাকায় পারফর্ম করে গেছেন। আর্মি স্টেডিয়ামে ‘অরিজিৎ সিং সিম্ফনি অর্কেস্ট্রা’ শীর্ষক কনসার্টে গান করেছিলেন তিনি। কিছু জনপ্রিয় বাংলা গানের পাশাপাশি বলিউডের ‘তুম হি হো’, ‘চান্না মেরেয়া’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর মতো জনপ্রিয় গানও গেয়েছিলেন। কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে সেই মুহূর্ত সংগীতপ্রেমীর মনে গেঁথে আছে এখনো।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম