Logo
Logo
×

বলিউড

প্রথমবারের মতো ছেলের ছবি দেখালেন পরিণীতি–রাঘব দম্পতি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৪:৫৯ পিএম

প্রথমবারের মতো ছেলের ছবি দেখালেন পরিণীতি–রাঘব দম্পতি

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং তার স্বামী, রাজনীতিবিদ রাঘব চাড্ডাকে ঘিরে ভক্তদের আগ্রহ বরাবরই বেশি। গত মাসে তারা পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন। এবার তাদের শিশুকে আনুষ্ঠানিকভাবে ভক্তদের সঙ্গে পরিচয় করালেন এই তারকা-দম্পতি। জন্মের প্রায় এক মাস পর প্রকাশ করলেন ছেলের নামসহ প্রথম ঝলক।

ইন্ডিয়া টুডের খবরে জানা যায়, ২০ অক্টোবর তাদের প্রথম সন্তানের জন্ম হয়। সেদিনই সামাজিক যোগাযোগমাধ্যমে তারা আনন্দের খবরটি জানিয়ে লেখেন— অবশেষে সে এসেছে! আমাদের পুত্রসন্তান। আগে আমরা শুধু একে-অপরের জন্য ছিলাম, এখন আমাদের জীবনে এসেছে আরও গভীর অর্থ।

অবশেষে ১৯ নভেম্বর বুধবার ইনস্টাগ্রামে ছেলের প্রথম ঝলক শেয়ার করেন তারা। ছবিতে শিশুর মুখ না দেখিয়ে দেখানো হয়েছে ছোট্ট দুটি পা— এক ফ্রেমে বাবা-মায়ের স্নেহমাখা চুম্বন, আরেকটিতে আলতো করে জড়িয়ে ধরার দৃশ্য। একই পোস্টে ছেলের নামও প্রকাশ করেন পরিণীতি। ক্যাপশনে লেখেন, ‘জলস্য রূপম, প্রেমস্য স্বরূপম— তত্র এভ নীর। আমাদের হৃদয় খুঁজে পেয়েছে জীবনের চিরন্তন বিন্দু। আমরা তার নাম রেখেছি ‘নীর’।’

নাম প্রকাশ্যে আসার পর থেকেই সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছায় ভরে উঠেছে তাদের সোশ্যাল মিডিয়া। গওহর খান, ভারতী সিং, কৃতি শ্যানন, অনন্যা পান্ডে, হুমা কুরেশিসহ বহু তারকা মন্তব্যে জানিয়েছেন অভিনন্দন ও ভালোবাসা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম