Logo
Logo
×

বলিউড

ঐশ্বরিয়ার বিচ্ছেদ গুঞ্জনে আরাধ্যাকে কি প্রভাবিত করে, যা বললেন অভিষেক

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৪ পিএম

ঐশ্বরিয়ার বিচ্ছেদ গুঞ্জনে আরাধ্যাকে কি প্রভাবিত করে, যা বললেন অভিষেক

ফাইল ছবি

বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন দম্পতির বিবাহবিচ্ছেদ নিয়ে দীর্ঘদিন ধরেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে গুঞ্জন চলছে। এ নিয়ে মেয়ে আরাধ্যা বচ্চনের মনেও কোনো প্রভাব পড়েছে কিনাএমন প্রশ্ন করা হয় অভিষেককে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিচ্ছেদ গুঞ্জনে মেয়ে প্রভাবিত কিনা, তা নিয়ে খোলামেলা কথা বলেন অভিনেতা।

২০২৪ সাল থেকেই গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে অভিষেক-ঐশ্বরিয়ার দম্পতির বিবাহবিচ্ছেদের জল্পনা চলে আসছে। গুঞ্জন ওঠে ঐশ্বরিয়া শ্বশুরবাড়ি ত্যাগ করেছেন। ননদ শ্বেতা বচ্চন এবং শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে মনোমালিন্য। আবার পারিবারিক সম্পত্তির বিরোধই এর মূল কারণ বলে শোনা যায়।

এসব জল্পনার মধ্যেই একাধিক অনুষ্ঠানে এ তারকা দম্পতিকে আলাদাভাবে দেখা যায়। সম্প্রতি অভিষেক বচ্চন সামাজিক মাধ্যমে একটি বিবাহবিচ্ছেদমূলক পোস্টে লাইক দেওয়ায় সেই গুঞ্জন আরও জোরালো হয়ে ওঠে।

এ প্রসঙ্গে অভিষেক বলেন, তাদের দাম্পত্যে ফাটল ধরার খবর সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন। তারকা হওয়ার কারণেই তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে অতিরঞ্জিত সংবাদ প্রকাশ করা হচ্ছে। তিনি বলেন, তারকা হলে মানুষ আপনার সামান্য বিষয়কেও বাড়িয়ে তোলে। আমাদের নিয়ে যা লেখা হয়েছে, তার কোনোটাই সত্যি নয় এবং কোনো ভিত্তি নেই।

তিনি বলেন, ইচ্ছে করেই আমাদের সম্পর্ককে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তাদের সম্পর্ক অত্যন্ত মজবুত এবং দুজনেই এমন পরিবার থেকে এসেছেন, যেখানে সম্পর্কের প্রতি গুরুত্ব দেওয়া হয় বলেও জানান অভিষেক বচ্চন।

তাদের দাম্পত্য জীবন নিয়ে প্রচার করা খবরগুলো শুধুই ‘বাজে কথা’ এবং তারা একে অপরের কাছে স্বচ্ছ বলেও জানান অভিনেতা। তারকা দম্পতির ১৪ বছরের মেয়ে আরাধ্যা এ গুঞ্জন সম্পর্কে জানে কিনা এমন প্রশ্নের উত্তরে অভিষেক বলেন, আরাধ্য খুবই ম্যাচিউর এবং ওর মা ওকে খুব ভালো মানুষ হিসেবে গড়ে তুলেছে। আমার মনে হয় না, মেয়ে এসব বিষয়ে কিছু জানে। তিনি বলেন, কারণ এসব খবর আরাধ্যাকে বিচলিত করে না। তা ছাড়া ওর হাতে এখন ফোনও নেই।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম