২০২৬ সালে বলিউডে আসতে যাচ্ছে একাধিক চমক
|
ফলো করুন |
|
|---|---|
দক্ষিণী ছবির প্রভাব ও ওটিটি প্ল্যাটফর্মের জোয়ার সত্ত্বেও ২০২৫ সালে বলিউড প্রমাণ করেছে—তার দম এখনো ফুরোয়নি। বছরের শুরুতে ‘ছাবা’ দিয়ে আত্মবিশ্বাসী সূচনা, মাঝামাঝি সময়ে রোম্যান্টিক ছবি ‘সাইয়ারা’ দর্শকের মন জয়, আর বছরের শেষে ‘ধুরন্ধর’ হয়ে ওঠে বক্স অফিস কাঁপানো চমক। এই সাফল্যের রেশ কাটতে না কাটতেই নজর ঘুরছে ২০২৬ সালের দিকে, যেখানে বলিউড ও টলিউড মিলিয়ে অপেক্ষা করছে একঝাঁক বড় ছবি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে খবর, ২০২৬ সালে বলিউডে আসছে একাধিক জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ও বহু প্রতীক্ষিত সিক্যুয়েল। সেই তালিকায় অন্যতম হৃতিক রোশনের ‘কৃশ ৪’। এই ছবিতে পরিচালনার পাশাপাশি দ্বৈত ভূমিকায় অভিনয় করবেন হৃতিক, যা নিয়ে দর্শকদের কৌতূহল তুঙ্গে।

দীর্ঘদিনের বিতর্ক ও আইনি জটিলতা কাটিয়ে অক্ষয় কুমার, পরেশ রাওয়াল ও সুনীল শেঠির ‘হেরা ফেরি ৩’-এর শুটিং ইতোমধ্যেই শুরু হয়েছে। ২০২৬ সালেই ছবিটি মুক্তির সম্ভাবনা। পাশাপাশি থাকছে অজয় দেবগনের জনপ্রিয় থ্রিলার ‘দৃশ্যম ৩’, টাইগার শ্রফের ‘বাগি ৪’, বরুণ ধাওয়ানের ‘ভেড়িয়া ২’ এবং রানি মুখার্জির শক্তিশালী চরিত্রকেন্দ্রিক ছবি ‘মার্দানি ৩’।

মেগাবাজেট ছবির দিকেও তাকিয়ে রয়েছে সিনেপ্রেমীরা। নীতেশ তিওয়ারির বহুল আলোচিত ‘রামায়ণ’-এর প্রথম পর্ব ২০২৬ সালেই মুক্তি পাবে বলে জানা গেছে। এই ছবিতে রামের ভূমিকায় রণবীর কাপুরকে দেখার জন্য দর্শকদের প্রত্যাশা তুঙ্গে।

শাহরুখ খানের মেগা প্রজেক্ট ‘কিং’-ও রয়েছে তালিকায়। এই ছবিতে প্রথমবার একসঙ্গে পর্দায় দেখা যাবে শাহরুখ ও তার কন্যা সুহানাকে। সঙ্গে থাকছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন ও আরশাদ ওয়ারসির মতো তারকারা।

এ ছাড়া সঞ্জয় লীলা বানশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশলের জুটি নিয়ে আগ্রহ তুঙ্গে। শোনা যাচ্ছে, ছবিতে চমক হিসেবে থাকতে পারে শাহরুখ খানের ক্যামিও। সালমান খানের দেশাত্মবোধক ছবি ‘ব্যাটেল অব গালওয়ান’-ও মুক্তি পেতে পারে একই বছরে।

দক্ষিণী সিনেমার দিকেও নজর রয়েছে। প্রভাসের ‘ফৌজি’ এবং যশের ‘টক্সিক’ নিয়ে দর্শকদের উন্মাদনা চোখে পড়ার মতো। ‘টক্সিক’-এ ভিন্ন চরিত্রে কিয়ারা আদভানির উপস্থিতি বিশেষ আকর্ষণ। পাশাপাশি ছত্রপতি শিবাজী মহারাজের জীবন অবলম্বনে নির্মিত ‘দ্য প্রাইড অব ভারত’ও মুক্তি পাবে।

উল্লেখযোগ্যভাবে, ২০২৫ সালের হিট ছবি ‘ধুরন্ধর’-এর দ্বিতীয় কিস্তি ২০২৬ সালের মার্চে মুক্তির কথা রয়েছে। ফলে বলিউড বক্স অফিসে বড়সড় লড়াই যে অপেক্ষা করছে, তা বলাই যায়।

অ্যাকশন-থ্রিলার ও দেশাত্মবোধক ছবির পাশাপাশি কমেডির অভাবও নেই। প্রিয়দর্শন পরিচালিত অক্ষয় কুমার ও টাবুর ‘ভূত বাংলা’, ‘ধামাল ৪’ এবং রোম্যান্টিক কমেডি ‘পতি পত্নী অউর ওহ ২’ হাসির খোরাক জোগাবে।
টলিউডেও ২০২৬ সাল বেশ জমজমাট হতে চলেছে। উইন্ডোজ প্রযোজিত ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ জানুয়ারি মাসে মুক্তি পাবে। সুমন ঘোষের পরিচালনায় ‘ফ্যামিলিওয়ালা’ হতে পারে বছরের বড় চমক, যেখানে মুখ্য ভূমিকায় থাকবেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

এ ছাড়া নন্দিতা-শিবপ্রসাদের ‘ইচ্ছে’র সিক্যুয়েলের শুটিং শুরু হওয়ার কথা নতুন বছরের শুরুতে। পুজোয় আসতে পারে ‘বহুরুপী ২’। রাহুল মুখোপাধ্যায়ের ‘মন মানে না’ মুক্তি পাবে ভালোবাসা দিবসের সময়। জিতের অনন্ত সিং বায়োপিক ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ নিয়েও প্রত্যাশা তুঙ্গে।

সব মিলিয়ে, দেবের ‘খাদান ২’ ও ‘প্রজাপতি ৩’ সহ একের পর এক ছবি মুক্তির অপেক্ষায়। ফলে ২০২৬ সালে বলিউড ও টলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই যে জমজমাট বক্স অফিস লড়াই হতে চলেছে, তা নিশ্চিত।
