Logo
Logo
×

বলিউড

নিজের কষ্টের কথা অকপটে স্বীকার করলেন গোবিন্দপত্নী সুনীতা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৪:১৫ পিএম

নিজের কষ্টের কথা অকপটে স্বীকার করলেন গোবিন্দপত্নী সুনীতা

বলিউড অভিনেতা গোবিন্দ ও সুনীতা আহুজা দম্পতির ২০২৫ সাল শেষ হতে চললেও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনার গুঞ্জন যেন কিছুতেই থামছে না। বছরের শুরু থেকে শেষের পথে, তবু তাদের বিবাহবিচ্ছেদ নিয়ে সমালোচনার শেষ নেই।

এ দম্পতির বিচ্ছেদ নিয়ে জল্পনা আরও তুঙ্গে ওঠে সুনীতার করা একটি সাম্প্রতিক ভ্লগ কেন্দ্র করে। নিজের প্রিয় জায়গা মহালক্ষ্মী মন্দিরে পূজা দিতে গিয়ে ক্যামেরার সামনে অঝোরে কাঁদতে দেখা যায় তাকে।

আবেগপ্লুত কণ্ঠে সুনীতা বলেন, ছোটবেলা থেকেই এই মন্দিরে আসছি। যখন গোবিন্দর সঙ্গে প্রথম দেখা হয়, তখনো মায়ের কাছে এসেছিলাম, যাতে তার সঙ্গে আমার বিয়ে হয়। মা সেদিন আমার ডাক শুনেছিলেন।

তিনি বলেন, জীবনে সবকিছু নিজের চাওয়া মতো হয় না। তবে মায়ের ওপর আমার অগাধ ভরসা আছে। আমি জানি, যে আমার ঘর ভাঙার চেষ্টা করছে, সে কোনো দিন সুখে থাকবে না।

দীর্ঘ নীরবতা ভেঙে এবার স্বামীর পরকীয়া ও ঘরভাঙার ষড়যন্ত্র নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন সুনীতা আহুজা। সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের কষ্টের কথা অকপটে স্বীকার করেন সুনীতা। তিনি বলেন, ফেলে আসা এই বছরটি তার জীবনের অন্যতম কঠিন সময় ছিল।

অভিনেত্রী বলেন, এই বছরটা আমার জন্য একেবারেই ভালো কাটেনি। সারা বছর শুধু গোবিন্দর পরকীয়া নিয়ে নানা আজেবাজে আলোচনা শুনেছি। তবে আমি এটুকু নিশ্চিত করে বলতে পারি— গোবিন্দা যার সঙ্গে পরকীয়ায় জড়িয়েছে, তিনি কোনো অভিনেত্রী নন।

নারীর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে সুনীতা আরও বলেন, তিনি ইন্ডাস্ট্রির বাইরের একজন মানুষ। তিনি গোবিন্দকে ভালোবাসেন না, ভালোবাসেন কেবল তার টাকাকে। আমি চাই না ২০২৬ সালটাও আমাদের বিচ্ছেদ গুঞ্জনে কাটুক। নতুন বছরে আমাদের জীবনে ভালো কিছু আসুক এটাই প্রার্থনা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম