Logo
Logo
×

বলিউড

চাহাল-মহাওয়াশের প্রেমে সিলমোহর

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ০৬:২৭ পিএম

চাহাল-মহাওয়াশের প্রেমে সিলমোহর

চাহাল ও মহাওয়াশ। ছবি: যুগান্তর

ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের সঙ্গে নাকি সম্পর্কে রয়েছেন বেতার উপস্থাপক মহাওয়াশ। আইপিএল শুরু হওয়ার পর থেকে সেই জল্পনা আরও বেড়ে যায়। প্রায় প্রতিটি ম্যাচে পাঞ্জাব কিংসের হয়ে গলা ফাটাতে দেখা গেছে মহাওয়াশকে। শুধু তাই নয়, ক্রিকেট তারকাদের বাসেও দেখা গেছে তাকে।

ধনশ্রী ভার্মার সঙ্গে বিচ্ছেদের পরই বেতার উপস্থাপক মহাওয়াশের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে চাহালের। ফলে রাতারাতি শিরোনামে চলে আসেন বেতার উপস্থাপক। যদিও অনেকেই বলছেন, যুজবেন্দ্রের কারণে এতটা প্রচারে তিনি। সমালোচকদের তীব্র কটাক্ষ করতে ছাড়েননি মহাওয়াশও। এবার ‘প্রেমিক’-এর জন্য কোন কাণ্ড ঘটালেন বেতার উপস্থাপক?

মহাওয়াশ এবার চ্যাম্পিয়নস লিগ টি-টেনের জন্য একটি ক্রিকেট দলের মালিকানা নিলেন। বোঝাই যায়, ভালোবাসার মানুষের জন্যই খেলার প্রতি অনুরাগ বেড়েছে মহাওয়াশের। যদিও কোন দল কিনেছেন, সেটি এখন পর্যন্ত জানা যায়নি। আটটি দল নিয়ে আগস্ট মাসের শেষে শুরু হবে এ প্রতিযোগিতা।

এদিকে সামাজিক মাধ্যমে মহাওয়াশের সঙ্গে চাহালের প্রেমের খবর ছড়িয়ে পড়ার পর থেকে তাকে নিয়ে নেটিজেনদের কাছ থেকে ‘ঘর-ভাঙানি’ তকমা পেতে হয়েছে। এমনকি চাহালের সাবেক স্ত্রী ধনশ্রীও সেই ইঙ্গিত দিয়েছেন। যদিও মহাওয়াশ দিনকয়েক আগেই জানান, লোকের কথায় পাত্তা দিতে নারাজ তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম