Logo
Logo
×

বিনোদন

বিমান দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন অভিনেত্রী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১০:০৪ পিএম

বিমান দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন অভিনেত্রী

তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সানা মকবুল যোধপুর থেকে মুম্বাইগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমানে যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটির কারণে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন। মাঝ-আকাশে আকস্মিক জরুরি অবতরণের ঘোষণা শুনে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন তিনি। তবে বিমানের পাইলটের বিচক্ষণতায় বিমানটি আহমেদাবাদে নিরাপদে জরুরি অবতরণ করে বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা।

এই ‘বিগ বস ৩’খ্যাত অভিনেত্রী সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে এ অভিজ্ঞতার কথা ভক্ত-অনুাগীদের মাঝে শেয়ার করে নিয়েছেন। তিনি জানিয়েছেন ঈশ্বরের কৃপায় সব কিছুই ঠিকঠাক হয়েছে। আমি মুম্বাইয়ের আরও একটি ফ্লাইট ধরে ফিরতে পেরেছি।

সানা মকবুল বলেন, পরিস্থিতি এত ভালোভাবে সামাল দেওয়ার জন্য আমি ইন্ডিগো টিম এবং পাইলটের কাছে কৃতজ্ঞ। আমি জানি না বিশ্বে কী ঘটছে, সব বিমানের সঙ্গে কী ঘটছে, তবে এর সমাধান আমাদের প্রয়োজন।

উল্লেখ্য, সম্প্রতি ভারতের আকাশে বিমান বিভ্রাট ও জরুরি অবতরণের ঘটনা উল্লেখযোগ্য হারে বাড়ছে। বিশেষ করে আহমেদাবাদে একটি ভয়াবহ এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার পর থেকে সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিরাপত্তা প্রোটোকল নিয়ে উদ্বেগ বাড়ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম