Logo
Logo
×

বিপিএল

তামিমকে আউট করে কুমিল্লার উদ্বোধনী জুটি ভাঙলেন মাশরাফি

Icon

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০১৯, ১১:৪১ এএম

তামিমকে আউট করে কুমিল্লার উদ্বোধনী জুটি ভাঙলেন মাশরাফি

মাত্র ৪ রানে সাজঘরে ফিরছেন তামিম ইকবাল। ছবি: যুগান্তর

তামিম ইকবালের বিদায়ে উদ্বোধনী জুটি ভাঙল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। দলীয় ১০ রানেই মাশরাফির বলে ফরহাদ রেজার হাতে ক্যাচ তুলে দেন জাতীয় দলের সেরা ওপেনার তামিম। প্রথম ম্যাচে ৩৫ রান করা এই ওপেনার এদিন ফেরেন মাত্র ৪ রানে। 

টস জিতে বোলিংয়ে মাশরাফির রংপুর
 

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রংপুর রাইডার্স, দুটি দলই মাশরাফির নেতৃত্বে একবার করে বিপিএল শিরোপা ঘরে তুলেছে।

বিপিএলের এবারের ষষ্ঠ আসরে ফের ট্রফি জয়ে রংপুরের হয়ে লড়াই করছেন মাশরাফি।


বিপিএলের চলমান আসরে রংপুর নিজেদের প্রথম খেলায় হারলেও দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরে। আজ নিজেদের তৃতীয় ম্যাচ খেলছে।

অন্যদিকে কুমিল্লা জয়ে দিয়ে আসর শুরু করে। আজ তারা নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলছে।

তামিম ক্রিকেট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম