স্পোর্টস ডেস্ক ১৭ জানুয়ারি ২০১৯, ১৫:৫৩ | অনলাইন সংস্করণ
ইনজুরির কারণে বিপিএল ছেড়ে অস্ট্রেলিয়া ফিরে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। আসছে ২১ জানুয়ারি দেশের বিমানে চড়বেন তিনি। স্বাভাবিকভাবেই বড় ক্ষতির মুখে পড়বে সিলেট সিক্সার্স।
তবে আশায় বুক বাঁধতে পারেন সিক্সার্সরা। দলের সঙ্গে যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকা অলরাউন্ডার ওয়েইন পারনেল। ব্যাটে-বলে সেরাটা দিতে পারলে ওয়ার্নারের জায়গাটা পূরণ করে দিতে পারবেন তিনি।
সিলেটের ডেরায় রয়েছেন সন্দীপ লামিচানে, মোহাম্মদ ইরফান, আন্দ্রে ফ্লেচার, নিকোলাস পুরানদের মতো টি-টোয়েন্টি ফেরিওয়ালা। এবার দলে ভিড়লেন পারনেল। স্বাভাবিকভাবেই ফ্র্যাঞ্চাইজিটির শক্তি বাড়বে বৈ কমবে না।
এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে ২ জয় ও ৩ পরাজয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে আছে সিলেট। টুর্নামেন্টে কোয়ালিফায়ারের আশা বাঁচিয়ে রাখতে হলে বাকি ম্যাচগুলোর অধিকাংশতেই জিততে হবে ‘চায়ের দেশকে’। এমন লক্ষ্যে সামনে ম্যাচ থেকে পারনেলকে পাচ্ছেন তারা।
সিলেটের জন্য দুঃসংবাদ আছে আরেকটি। পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে খেলতে বাংলাদেশ ছাড়তে হচ্ছে ইমরান তাহিরকে। যদিও বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তার।
ভারপ্রাপ্ত সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০০-২০১৯