Logo
Logo
×

বিপিএল

লিটনের বিদায়ে ভাঙল উদ্বোধনী জুটি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০১৯, ১২:৪১ পিএম

লিটনের বিদায়ে ভাঙল উদ্বোধনী জুটি

৬ বলে ১০ রান করে সাজঘরে লিটন কুমার। ছবি: সংগৃহীত

রাজশাহী কিংস এবং সিলেট সিক্সার্সের সামনে সমীকরণ স্পষ্ট। হারলেই বিদায়, এমন কঠিন সমীকরণের ম্যাচে বুধবার ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে সিলেট সিক্সার্স। ইনিংসের প্রথম ওভারেই আরাফাত সানির বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন লিটন কুমার দাস। বিপিএলের চলমান আসরে ১১ ম্যাচ খেলে ১৭.৪৫ গড়ে ১৯২ রান করেন লিটন। 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৩৮তম ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সিলেট সিক্সার্স।


বুধবারের এই ম্যাচটি উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ। এই ম্যাচের ওপর নির্ভর করছে উভয় দলের সুপার ফোরের খেলা।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

বিপিএলের চলমান ষষ্ঠ আসরে ইতিমধ্য ১১ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম অবস্থানে আছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন রাজশাহী কিংস।


অন্যদিকে ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ছয়ে রয়েছে সিলেট সিক্সার্স। দুটি দলই স্বপ্ন দেখছে সুপার ফোরে খেলার।

সিলেট সিক্সার্স: লিটন কুমার দাস, আফিফ হোসেন, নিকোলাস পুরান, জেসন রয়, সাব্বির রহমান রুম্মন, অলক কাপালি, সোহেল তানভির, তাসকিন আহমেদ, মোহাম্মদ নওয়াজ, এবাদত হোসেন ও নাবিল সামাদ।

রাজশাহী কিংস: মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, জাকির হাসান, সৌম্য সরকার, আরাফাত সানি, জনসন চার্লস, লরি ইভান্স, ক্রিশ্চিয়ান জনকার, কামরুল ইসলাম রাব্বি, শাহরিয়ার নাফীস ও রায়ান টেন ডেসকাট।

বিপিএল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম