Logo
Logo
×

বিপিএল

বোলিংয়ে বাংলাদেশিদের রাজত্ব

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০১৯, ০৮:২০ এএম

বোলিংয়ে বাংলাদেশিদের রাজত্ব

বিপিএল চট্টগ্রাম পর্ব শেষ হয়েছে। এ পর্ব শেষে ব্যাটিংয়ে আধিপত্য বিদেশি ব্যাটসম্যানদের। তবে বোলিংয়ে রাজত্ব টাইগারদের। ষষ্ঠ আসরে শীর্ষ ৫ উইকেট সংগ্রাহকই বাংলাদেশি।

এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে শীর্ষে আছেন সিলেট সিক্সার্সের পেসার তাসকিন আহমেদ। ১১ ম্যাচে ৮.৭৫ ইকোনমি রেটে ২১ উইকেট দখল করেছেন তিনি। ২৮ রানে ৪ উইকেট তার সেরা বোলিং ফিগার।

তালিকার দ্বিতীয় স্থানে আছেন চিটাগাং ভাইকিংসের বোলিং আক্রমণের কর্ণধার আবু জায়েদ রাহি। ১১ ম্যাচ খেলে ৮.২১ ইকোনমিতে ১৮ উইকেট নিয়েছেন তিনি। তার সেরা বোলিং ফিগার ২৫ রানে ৩ উইকেট।

সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তৃতীয় রংপুর রাইডার্সের পেস অলরাউন্ডার ফরহাদ রেজা। তিনি ১১ ম্যাচে ৮.০৩ ইকোনমিতে শিকার করেছেন ১৭ উইকেট। এ ডানহাতির সেরা বোলিং ফিগার ৩২ রানে ৪ উইকেট।

বল হাতে দারুণ ফর্মে আছেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান। ১০ ম্যাচে ৭.৩৮ ইকোনমিতে তার শিকার ১৭ উইকেট, সেরা বোলিং ফিগার ১৬ রানে ৪ উইকেট।

শুধু সামনে থেকে নেতৃত্ব দেয়া নয়, বল হাতেও আগুন ঝরাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। ১১ ম্যাচে ৬.৮৩ ইকোনমিতে ১৭ উইকেট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছেন রংপুর অধিনায়ক। মূলত গড় রানের দিক থেকে পিছিয়ে থাকায় রেজা ও সাকিবের পরে অবস্থান এ লড়াকু সেনাপতির।

তাসকিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম