|
ফলো করুন |
|
|---|---|
শুরুতেই হোঁচট খেয়েছিল চিটাগং ভাইকিংস। দ্রুত সাজঘরে ফিরেছিলেন ইয়াসির আলি। পরে সাদমান ইসলামকে নিয়ে প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠেন ক্যামেরন ডেলপোর্ট। দারুণ মেলবন্ধন গড়ে উঠেছিল তাদের মধ্যে। তবে হঠাৎই ভুল বোঝাবুঝির সৃষ্টি। রানআউটে কাটা পড়লেন দুর্দান্ত খেলতে থাকা ডেলপোর্ট। ফেরার আগে ২৭ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৬ রানের ক্যামিও খেলেছেন তিনি। কাজী অনিক ও নুরুল হাসানের যৌথ প্রচেষ্টায় সাজঘরে ফেরেন এ ইনফর্ম ওপেনার।
শেষ খবর পর্যন্ত ৯ ওভার শেষে ২ উইকেটে ৭৪ রান করেছে চিটাগং। দলকে এগিয়ে নিচ্ছেন সাদমান ও মুশফিকুর রহিম।
বিপিএলের ষষ্ঠ আসরের এলিমিনেটরে টস জিতে প্রথমে ব্যাটিং নেন চিটাগং ভাইকিংস অধিনায়ক মুশফিকুর রহিম। ফলে আগে বোলিং শুরু করে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। তবে শুরুতেই ধাক্কা খায় চিটাগং। রুবেল হোসেনের অসাধারণ রিভার্সসুইংয়ে উইকেটের পেছনে নুরুল হাসানের গ্লাভসবন্দি হয়ে ফেরেন ইয়াসির আলি।
ম্যাচটি দু'দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ। কারণ, এ খেলায় যারা হারবে তাদের শেষ হয়ে যাবে এবারের বিপিএল। জয়ী দল সুযোগ পাবে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে খেলার।
চিটাগং ভাইকিংস একাদশ: ক্যামেরন ডেলপোর্ট, ইয়াসির আলি, মুশফিকুর রহিম (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, দাসুন শানাকা, হারদুস ভিলজোন, রবি ফ্রাইলিংক, নাঈম হাসান, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি ও খালেদ আহমেদ।
ঢাকা ডায়নামাইটস একাদশ: উপুল থারাঙ্গা, সুনীল নারাইন, সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান (অধিনায়ক), কাইরন পোলার্ড, রনি তালুকদার, আন্দ্রে রাসেল, শুভাগত হোম, মাহমুদুল হাসান, রুবেল হোসেন ও কাজী অনিক।
