|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বী সম্প্রতি বিবাহিত হয়েছেন। বৃহস্পতিবার রাতে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।
তন্বীর স্বামীর নাম জিহাদ আবদুল্লাহ। তিনি পেশায় সাংবাদিক এবং একটি বেসরকারি টিভি চ্যানেলে কাজ করছেন।
ফেসবুকে ইংরেজিতে দেওয়া দীর্ঘ পোস্টে তন্বী লিখেছেন, ‘আজ আমরা জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটি নিয়েছি।’
স্বামীকে উদ্দেশ্য করে তিনি আরও বলেছেন, ‘আমি তোমাকে একটি প্রতিশ্রুতি দিতে চাই—সবচেয়ে সাধারণ হলেও সবচেয়ে গভীর প্রতিশ্রুতি: প্রতিটি দিনে, বাকি জীবন জুড়ে, আমি শুধুমাত্র তোমাকেই বেছে নেব।’
গত বছরের ১৫ জুলাই ছাত্রলীগের হামলায় তন্বী আহত হন। ওই সময়ের একটি রক্তমাখা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ছবিটি জুলাই আন্দোলনকে আরও শক্তিশালী করতে অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করে।
ডাকসু ও হল সংসদ নির্বাচনে তন্বী গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে জয়লাভ করেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১১,৭৭৭ ভোট পেয়ে নির্বাচিত হন।

