ইসরাইলি বর্বরতা: রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ০৭:১৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
MARCH For Palestine- এর আহ্বানে সোমবার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে এবং স্বাধীন ফিলিস্তিনের দাবিতে সংহতি সমাবেশ ডাকা হয়েছে। কেন্দ্রীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যে বিকাল ৪টার দিকে সংহতি এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
রোববার ঢাবির আইন বিভাগের শিক্ষার্থী রেজওয়ান আহমেদ রিফাতের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘MARCH For Palestine’ এর আহ্বানে আগামীকাল ৭ এপ্রিল বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে এবং স্বাধীন ফিলিস্তিনের দাবিতে সংহতি সমাবেশ করার আহ্বান। কেন্দ্রীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিকাল ৪টায় সংহতি এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, ফিলিস্তিনে চলমান গণহত্যার বিরুদ্ধে আগামীকাল সারা বিশ্বব্যাপী হরতাল পালন করা হবে। একই সঙ্গে নিউ ইয়র্কে জাতিসংঘের কার্যালয়সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে। সারা বিশ্বের মুক্তিকামী মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই প্রতিবাদে অংশ নেওয়ার আহ্বান রইল।
