Logo
Logo
×

শিক্ষাঙ্গন

ভোটের রাতে ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এক প্রার্থী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:১০ এএম

ভোটের রাতে ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এক প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট শুরু হবে আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)। তার আগের রাতেই কেন্দ্রীয় সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদ থেকে সরে দাঁড়ালেন আরবি বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী রিদওয়ান মানসুর।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নিজের ফেসবুক পোস্টে তিনি প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। একই সঙ্গে তিনি মোসাদ্দেক আলি ইবনে মোহাম্মদকে ওই পদের জন্য পূর্ণ সমর্থন জানান।

রিদওয়ান লেখেন, ‘আমি কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদ থেকে প্রার্থীতা প্রত্যাহার করছি এবং ওই পদে মোসাদ্দেক আলি ইবনে মোহাম্মদ ভাইকে পূর্ণ সমর্থন জানাচ্ছি।’

ঘটনাপ্রবাহ: ছাত্র সংসদ নির্বাচন ২০২৫


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম