Logo
Logo
×

শিক্ষাঙ্গন

ভোট দিয়ে যা বললেন হামিম

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩০ এএম

ভোট দিয়ে যা বললেন হামিম

ছাত্রদল সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম। ছবি : সংগৃহীত

অনাবাসিক শিক্ষার্থীদের উপস্থিতিই বদলে দেবে ভোটের পরিস্থিতি—এমনটাই মনে করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোট প্রদান শেষে এ মন্তব্য করেন তিনি।

অনাবাসিক শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের উপস্থিতি বদলে দেবে ভোটের পরিস্থিতি। সুতরাং সবাই আপনাদের ভোটাধিকার প্রয়োগ করতে আসুন।

তিনি বলেন, আপনারা জানেন গত ১৭ বছর, সাড়ে চার কোটির মতো নতুন প্রজন্ম তারা কখনো ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। যেহেতু তরুণ প্রজন্মের একটি বড় সংখ্যা ভোটারদের প্রতিনিধি ঢাকা ইউনিভার্সিটি শিক্ষার্থীরা সুতরাং আজকের যে ভোটাধিকার প্রয়োগ সেটি সব শিক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় নির্দিষ্ট সময়ের মধ্যে সব শিক্ষার্থীকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি।

ভোট প্রদান সঙ্গে শেখ তানভীর বারী হামিম বলেন, আসলে কেউ বাধ্য করেনি কেন্দ্র থেকে বেরিয়ে যাওয়ার জন্য। একটু সময় লেগেছে, কিন্তু ভোট দিয়েছে। কতক্ষণ সময় লেগেছে এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ১০ থেকে ১২ মিনিট।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে সামগ্রিক পরিস্থিতি দেখতে গিয়ে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, দীর্ঘ সময় পরে ডাকসু নির্বাচনের মাধ্যমে নতুন করে গণতন্ত্রের দ্বার উন্মোচন হতে যাচ্ছে। এ নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, আপনারা আপনাদের বিবেক খাটিয়ে যথাযথ নেতৃত্ব বেছে নিন। কেউ ভোটাধিকার প্রয়োগ না করে বাসায় বসে থাকবেন না। সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

ঘটনাপ্রবাহ: ছাত্র সংসদ নির্বাচন ২০২৫


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম