Logo
Logo
×

শিক্ষাঙ্গন

জাকসু নির্বাচন

শিবির সভাপতির বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ ছাত্রদলের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:১২ এএম

শিবির সভাপতির বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ ছাত্রদলের

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রশিবিরের সভাপতি মুহিবুর রহমানের বিরুদ্ধে জাকসু নির্বাচন আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলেছে ছাত্রদল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে এ অভিযোগ তোলা হয়।

অভিযোগকারীদের দাবি, ভোর ৬টার কিছু পর গেস্টরুমে যাওয়ার কথা বলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ভেতরে প্রবেশ করে জাবি ছাত্রশিবির সভাপতি। এরপর হলের ভেতরে একটি রুমে অবস্থান নেন তিনি এবং প্রায় এক ঘণ্টা পর বেরিয়ে আসেন।

অভিযোগকারীরা পরে কাজী নজরুল ইসলাম হলের রিটার্নিং কর্মকর্তা মীর ফেরদৌসকে এ ব্যাপারে জানান। এ সময়, বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি পক্ষকে অন্যায্য সুবিধা দিচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তারা।

তবে এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মীর ফেরদৌসের বক্তব্য পাওয়া যায়নি। এমনকি জাবি শিবিরের পক্ষ থেকেও কোনো বক্তব্য মেলেনি। 

এদিকে, আজ (১১ সেপ্টেম্বর) ৩৩ বছর পর শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট। এদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। 

এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাসে বাড়ানো হয়েছে নিরাপত্তা। অপরদিকে, ভোট দেওয়া নিয়ে উচ্ছ্বসিত সাধারণ শিক্ষার্থীরাও।

জাকসুতে মোট ভোটার ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ছাত্রী ৫ হাজার ৭২৮ এবং ছাত্র ৬ হাজার ১৫ জন। কেন্দ্রীয় সংসদে মোট ২৫টি পদে লড়ছেন ১৭৭ জন প্রার্থী। একই সঙ্গে ২১টি হল সংসদের নির্বাচনও অনুষ্ঠিত হবে।

এবারে সহ-সভাপতি বা ভিপি পদে প্রার্থী ৯ জন। সাধারণ সম্পাদক (জিএস) পদে ৮ জন। যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ঘটনাপ্রবাহ: ছাত্র সংসদ নির্বাচন ২০২৫


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম