চাকসু নির্বাচন
মনোনয়ন প্রত্যাহার ভিপিসহ ২০ প্রার্থীর, ৪ জনের বাতিল
চবি প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ভিপিসহ ২০ জন প্রার্থী। এছাড়া চূড়ান্তভাবে মনোনয়ন বাতিল হয় ৪ জনের।
মঙ্গলবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।
চাকসুর নির্বাচন কমিশনার ও সদস্য সচিব অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সবমিলিয়ে ২০ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের জন্য আবেদন করেছেন। যার মধ্যে ১১ জন চাকসুতে আর ৯ জন হল সংসদের জন্য মনোনয়ন নিয়েছিলেন।
তিনি আরও বলেন, যেসব মনোনয়নপত্রে ত্রুটি ছিল এগুলো নিয়ে আমরা প্রার্থীদের ডেকেছি। আমরা যাচাই-বাচাই করে চূড়ান্তভাবে ৪ জনের মনোনয়ন বাতিল করেছি। আর প্রার্থীদের সবাই ব্যক্তিগত কারণ দেখিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছেন। এর মধ্যে কেউ পড়ালেখার ক্ষতির আশঙ্কা থেকে, আবার কেউ পারিবারিক কারণে মনোনয়ন প্রত্যাহার করেছেন বলে আমাদের জানিয়েছে।
চাকসুতে যেসব পদে মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে:
সহ-সভাপতি (ভিপি) পদে ১ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১ জন, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে ১ জন, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক পদে ১ জন, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে ২ জন, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ১ জন, সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ১ জন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে ২ জন, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ১ জন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।
হল ও হোস্টেল সংসদে যেসব পদে মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে:
আলাওল হলে সহ-সভাপতি (ভিপি) পদে ১ জন, শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলে যুগ্ম-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১ জন, অতীশ দীপঙ্কর হলে নির্বাহী সদস্য পদে ১ জন, বিজয়২৪ হলে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে ১ জন, দেশনেত্রী খালেদা জিয়া হল সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে ১ জন, শহীদ ফরহাদ হোসেন হলে সহ-সভাপতি (ভিপি) পদে ১ জন, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে ১ জন, শাহজালাল হলে যুগ্ম-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১ জন, বিজ্ঞান, গবেষণা ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ১ জন।
সাংবাদিক সমিতির সঙ্গে ছাত্রদলের মতবিনিময়:
চাকসু নির্বাচন ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাথে মতবিনিময় করেছেন শাখা জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেলের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যরা ও ছাত্রদলের নেতারা।
