চাকসুর ভিপি ইব্রাহীম, জিএস সাঈদ
রেফায়েত উল্যাহ রুপক, চবি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৪:২৩ এএম
চাকসুর নতুন ভিপি ইব্রাহীম হোসেন রনি ও জিএস সাঈদ বিন হাবিব। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভিপি নির্বাচিত হয়েছেন ইব্রাহীম হোসেন রনি। আর জিএস পদে জয়লাভ করেছেন সাঈদ বিন হাবিব। তারা দুজনই ছাত্রশিবির-সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেল থেকে নির্বাচনে অংশ নেন।
অন্যদিকে এজিএস পদে জয় পেয়েছেন ছাত্রদল-সমর্থিত প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক।
ভিপি পদে বিজয়ী ইব্রাহীম ৭৯৮৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ৪৩৭৪ ভোট।
জিএস পদে বিজয়ী সাঈদের ভোটসংখ্যা ৮০৩১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের মো. শাফায়েত হোসেন পেয়েছেন ২৭৩৪ ভোট।
এজিএস পদে জয় পাওয়া ছাত্রদল-সমর্থিত প্যানেলের আইয়ুবুর পেয়েছেন ৭০১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবিরের সাজ্জাত হোছন মুন্নার ভোটসংখ্যা ৫০৪৫ ভোট।
