Logo
Logo
×

শিক্ষাঙ্গন

শতভাগ পাশের প্রতিষ্ঠানও কমেছে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০১:২৪ পিএম

শতভাগ পাশের প্রতিষ্ঠানও কমেছে

সংগৃহীত ছবি

২০২৫ সালে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলে পাশের হারে রীতিমতো ধস নেমেছে। ১১টি শিক্ষা বোর্ডে গড়ে পাশ করেছেন ৫৮.৮৩ শতাংশ শিক্ষার্থী। শতভাগ পাশ করা শিক্ষাপ্রতিষ্ঠানও কমেছে।

এবার সারাদেশের মোট নয় হাজার ৩০২টি শিক্ষাপ্রতিষ্ঠান পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে মাত্র ৩৪৫টি প্রতিষ্ঠান পেয়েছে শতভাগ পাশ। গত বছর এক হাজার ৩৮৮টি প্রতিষ্ঠানের এই কৃতিত্ব ছিল। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা যায়।

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ২৬ জুন। শেষ হয় ১৯ আগস্ট। এবারের পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী। মোট পরীক্ষার্থীর ৪১ দশমিক ১৭ শতাংশই ফেল করেছেন। 

২০২৫ সালে জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। গত বছর অর্থাৎ ২০২৪ সালে জিপিএ-৫ পেয়েছিলেন এক লাখ ৪৫ হাজার ৯১১ জন। সে হিসাবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭৬ হাজার ৮১৪ জন। প্রায় অর্ধেকের মতো কম।

ঘটনাপ্রবাহ: এইচএসসি ফলাফল ২০২৫


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম