উপাচার্যের সঙ্গে প্রতিনিধিদের সাক্ষাৎ
রাকসুর প্রথম অধিবেশন মঙ্গলবার
রাবি প্রতিনিধি
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ১০:৩১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রাকসু সভাপতি অধ্যাপক সালেহ হাসান নকীবের সঙ্গে ‘অনানুষ্ঠানিক’ সাক্ষাৎ করেছেন।
এ সময় নির্বাচিত নেতাদের সঙ্গে উপাচার্যের প্রাথমিক পরিচয়, রাকসুর গঠনতন্ত্র, ফান্ড এবং বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন উপস্থিত ছাত্রনেতারা। এছাড়া আজকের সভা থেকে মঙ্গলবার রাকসুর ‘আনুষ্ঠানিক’ অধিবেশনের সময় নির্ধারণ করা হয়েছে।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে উপাচার্যের কনফারেন্স কক্ষে এ আলোচনা শুরু হয়। আলোচনা চলে দুপুর ২টা পর্যন্ত। তবে আলোচনা সভায় নারীবিষয়ক সম্পাদক সাইয়েদা হাফসা ও ক্রীড়া ও খেলাধুলাবিষয়ক সম্পাদক নার্গিস খাতুন উপস্থিত ছিলেন না।
সভায় উপস্থিত এক সদস্য জানান, সভায় বিগত সময়ে রাকসুর ফান্ডে কত টাকা জমা পড়েছে এবং বর্তমানে কত টাকা আছে এ বিষয়েও আলোচনা হয়েছে। সেখানে প্রশাসন থেকে জানানো হয়েছে, রাকসুর ফান্ড থেকে বিগত সময়ে কিছু টাকা বিভিন্ন সময়ে খরচ হয়েছে। খরচগুলোরও কোনো ভাউচার বা এমন লিপি পাওয়া যায়নি।
আলোচনা শেষে রাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব সাংবাদিকদের বলেন, ‘আজকের এই সভাটি ছিল পরিচিতিমূলক সৌজন্য বৈঠক। প্রায় ২ ঘণ্টার বৈঠকে ছাত্রসংক্রান্ত, পড়াশোনাসহ বিভিন্ন বিষয়ে অনানুষ্ঠনিক আলোচনা হয়েছে। আমরা মঙ্গলবার থেকে আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করব। নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে ভালোভাবে কাজ করবে এ বিষয়ে আমি আÍবিশ্বাসী।’
রাকসু সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ বলেন, আমরা আজকের সভা থেকে আমাদের প্রথম অধিবেশনের দিনটি চ‚ড়ান্ত করতে পেরেছি। মঙ্গলবার আমাদের আনুষ্ঠানিক বৈঠক থেকে আমাদের ইশতেহারগুলো বাস্তবায়নের একটি পন্থা নির্ধারণ করে কাজ শুরু করব। আমরা আমাদের ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর। এ বিষয়ে আজকের আলোচনায় খসড়া আলোচনা হয়েছে। আনুষ্ঠানিক অধিবেশনের দিন এ বিষয়ে চ‚ড়ান্ত আলোচনা হবে।
সভা শেষে রাকসু সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার বলেন, নির্বাচনে আমাদের কমন ইশতেহার দেওয়া হয়েছে। আমরা একটু দেরিতে হলেও আমাদের প্রথম অধিবেশনে দ্রুতই বসব। আমাদের মোটামুটি সবার ইশতেহারই কমন। আমাদের শুরুটা ধীরগতির হলেও আমরা অনেক দিক দিয়ে এগিয়ে যাব। আমাদের দৃশ্যমান কাজগুলো না হলেও ভেতরে ভেতরে পরিকল্পনাগুলো হয়ে যাচ্ছে। আমরা যে কোনোভাবে আমাদের ইশতেহারগুলো যথাসময়ে বাস্তবায়ন করেই যাব।
