আইইউবির আন্তর্জাতিক সম্মেলন শুক্রবার শুরু
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০৫:৫৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর স্কুল অব বিজনেস অ্যান্ড অন্ট্রপ্রনারশিপ (এসবিই) শুক্রবার (১৪ নভেম্বর) শুরু হচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন।
রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত এ সম্মেলনে ১২টি দেশের ৩ শতাধিক ডেলিগেট অংশ নেবেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) আইইউবি ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
আন্তর্জাতিক ওই সম্মেলনের উদ্দেশ্য, বিভিন্ন সেশন ও অংশগ্রহণকারীদের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন আইসিইবিটিএম ২০২৫-এর জেনারেল চেয়ার ও আইইউবির ম্যানেজমেন্ট বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মামুন হাবিব ।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইকোনমিক্স, বিজনেস অ্যান্ড টেকনোলজি ম্যানেজমেন্ট (আইসিইবিটিএম ২০২৫)-এ অংশ নেবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, মালয়েশিয়া, ভারত, পোল্যান্ড, সংযুক্ত আরব আমিরাতসহ ১২টি দেশের অংশগ্রহণকারী যোগ দেবেন।
তিনি জানান, অর্থনীতি, ব্যবসা ও প্রযুক্তি ব্যবস্থাপনায় নতুন ভাবনা ও গবেষণার ফলাফল বিনিময়ের জন্য এই আয়োজন একটি কার্যকরী আন্তর্জাতিক মঞ্চ হিসেবে কাজ করবে।
১৪ নভেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ও ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। উদ্বোধনী পর্বে তিনি কীনোট উপস্থাপন করবেন। সম্মেলনের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ. হোসেইন।
সংবাদ সম্মেলনে আইইউবির উপাচার্য অধ্যাপক ম. তামিম এবং এসবিই’র ভারপ্রাপ্ত ডিন ও সম্মেলনের অনারারি চেয়ার প্রফেসর রাইসুল আউয়াল মাহমুদ ছাড়াও, আইসিইবিটিএম ২০২৫-এর অন্যতম দুই প্রধান পৃষ্ঠপোষক অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর এবং রহিমআফরোজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ রহিম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় বিভিন্ন আয়োজক কমিটির সদস্যবৃন্দ, বিভাগীয় প্রধান এবং শিল্পখাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দুইদিনব্যপী আইসিইবিটিএম ২০২৫-এ কীনোট উপস্থাপন করবেন অধ্যাপক জনাথন লিউ (যুক্তরাজ্য), অধ্যাপক রাজাহ রাসিয়াহ (মালয়েশিয়া), অধ্যাপক ড. মানিয়াম কালিয়ানান (মালয়েশিয়া), ড. আহমদ আহসান (পরিচালক, পলিসি রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ)। আলোচনায় থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা, ফিনটেক, সাপ্লাই চেইন ডিসরাপশন, পরিবেশবান্ধব ব্যবসা, উদ্যোগ উন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধি বিষয়ে সর্বশেষ গবেষণা ও প্রবণতা।
আইসিইবিটিএম ২০২৫-এ থাকবে পিএইচডি কলোকিয়াম, একাডেমিয়া-ইন্ডাস্ট্রি নেটওয়ার্কিং ও জার্নাল সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ। বাছাইকৃত গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিকভাবে স্বীকৃত জার্নাল ও বইয়ের অধ্যায় (টেইলর অ্যান্ড ফ্রান্সিস, স্প্রিঙ্গার নেচার)-এ প্রকাশ করা হবে।
আইসিইবিটিএম-এ ১২টিরও বেশি দেশের (। দুই দিনে থাকবে পাঁচটি কী-নোট বক্তব্য, আটটি ইন্ডাস্ট্রি টক, তিনটি আমন্ত্রিত সেশন, ২৫টি প্যারালাল সেশন এবং দুটি একাডেমিয়া-ইন্ডাস্ট্রি প্যানেল আলোচনা।
