এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০৫:০৯ পিএম
এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠান। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল, লালমাটিয়া শাখার ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেলের বিশ্ব সেরা, দেশ সেরা এবং হাই অ্যাচিভার অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা সম্প্রতি পিয়ারসন আউটস্ট্যান্ডিং লার্নার্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়ে তাদের সম্মাননা গ্রহণ করেছে।
সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় এই হাই অ্যাচিভার শিক্ষার্থীদের সংবর্ধনা জানাতে স্কুলের পক্ষ থেকে আয়োজন করা হয় এক সংবর্ধনা অনুষ্ঠান। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল, লালমাটিয়া শাখা আবারও দেশসেরা ইংলিশ মিডিয়াম স্কুলের তালিকায় নিজের অবস্থান ধরে রেখেছে। একই সঙ্গে এটি বাংলাদেশের ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি অর্জন করেছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অনলাইন গ্রুপের চেয়ারম্যান সাজেদা আক্তার। তিনি বলেন, ‘এভেরোজের শিক্ষার্থীদের এই অর্জন আমাদের জন্য নিশ্চয়ই একটি গর্বের মুহূর্ত। আমি দোয়া করি ও বিশ্বাস রাখি এভেরোজ লালমাটিয়া অদূর ভবিষ্যতে দেশের শ্রেষ্ঠ ইংলিশ মিডিয়াম স্কুল হবে এবং দেশের গণ্ডি পেরিয়ে বৈশ্বিক পরিমণ্ডলেও আলো ছড়াতে সক্ষম হবে ইনশাআল্লাহ।’
এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল, লালমাটিয়া শাখার সিনিয়র ভাইস প্রিন্সিপাল ডালিয়া নওরিন বলেন, ‘আমরা গত তিন বছর ধরে পিয়ারসন এডেক্সেল হাই এচিভারস এওয়ার্ডে সম্মানিত হয়েছি। আমাদের স্কুল পিয়ারসন এডেক্সেল, কেমব্রিজ ইন্টারন্যাশনাল এবং ব্রিটিশ কাউন্সিলের পাশাপাশি অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি থেকেও স্বীকৃত। আমাদের শিক্ষার্থীরা একইসাথে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমেও সাফল্য অর্জন করছে। বিশ্বমানের শিক্ষাদানের পাশাপাশি ইনশাআল্লাহ আগামী সেশনেই আমরা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনের জন্য আরো নতুন নতুন উদ্যোগ গ্রহণ করছি।’
জানা গেছে, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল, লালমাটিয়া শাখা থেকে এ বছর ৮ জন শিক্ষার্থী আইজিসিএসই হাই অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছে। এর মধ্যে যায়েদ ইবনে হাসান ম্যাথমেটিকস্–‘এ’ বিষয়ে বিশ্ব সেরা এবং আয়শা চিশতি ইসলামিক স্টাডিজ বিষয়ে দেশ সেরা হওয়ার গৌরব অর্জন করেছে।
২০২০ সালে প্রথমবার ‘ও’ লেভেল পরীক্ষায় অংশ নেয় এভেরোজ লালমাটিয়া শাখা। প্রথম বছরেই ছাত্রী ফাতিমা বিনতে আফজাল আইজিসিএসই–এর ৯টি বিষয়ে সর্বোচ্চ ৯ পয়েন্ট পেয়ে বিরল কৃতিত্ব দেখান এবং ম্যাথমেটিকস্–‘এ’ বিষয়ে দেশ সেরা হন।
‘ও’ ও ‘এ’ লেভেল কো-অর্ডিনেটর আহমেদ তুয়ান ও মো. ওয়াসিফ জানান, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল, লালমাটিয়া শাখার শিক্ষার্থীরা বর্তমানে বিশ্বের বিভিন্ন সেরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। এর মধ্যে রয়েছে বিশ্ব সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৯ নম্বরে থাকা ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল), দ্য টাইমস ও সানডে টাইমস জরিপে যুক্তরাজ্যের প্রথম স্থানে থাকা লন্ডন স্কুল অব ইকোনোমিকস (এলএসই), বিশ্ব তালিকায় ২৩তম ইউনিভার্সিটি অব টরেন্টো, ২৫তম ইউনিভার্সিটি অব সিডনি, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লিডস, মালয়শিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি (আইআইইউএম), সানওয়ে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি টেকনোলজি মালায়শিয়া (ইউটিএম) এবং অস্ট্রেলিয়ার মোনাশ ও চার্লস ডারউইন ইউনিভার্সিটি। পাশাপাশি দেশসেরা বিশ্ববিদ্যালয়গুলোতেও তাদের অনেকে অধ্যয়ন করছে, যার মধ্যে রয়েছে বাংলাদেশ মেডিকেল কলেজসহ অন্যান্য শীর্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান।

