Logo
Logo
×

শিক্ষাঙ্গন

নিষিদ্ধ ঘোষিত জাবি ছাত্রলীগ নেতা শাকিল গ্রেফতার

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১০:৪৯ পিএম

নিষিদ্ধ ঘোষিত জাবি ছাত্রলীগ নেতা শাকিল গ্রেফতার

গত বছর কোটা সংস্কার আন্দোলন চলাকালীন ১৫ জুলাই রাতে ভিসির বাসভবনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় অভিযুক্ত জাবি ছাত্রলীগ নেতা সরোয়ার শাকিলকে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৪ নভেম্বর) রাতে রাজধানীর ফার্মগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ।

সরোয়ার শাকিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী এবং শাখা ছাত্রলীগের উপ-কৃষি বিষয়ক সম্পাদক।

তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন, দীর্ঘদিন ধরে অভিযুক্ত আসামি ফেসবুকে পোস্ট করে সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করতেন এবং নিজেও বিভিন্ন মিছিল-মিটিংসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতেন।

তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা তার অবস্থান জানতে পারি এবং অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে তাকে আদালতে চালান করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম