জাবিতে ছাত্রশিবিরের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
জাবি প্রতিনিধি
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৪ পিএম
জাবিতে শিক্ষার্থীদের মানসম্মত চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে ‘শহীদ কামরুল ফ্রি মেডিকেল ক্যাম্প–২০২৫’ অনুষ্ঠিত।
|
ফলো করুন |
|
|---|---|
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের সাশ্রয়ী, সহজলভ্য ও মানসম্মত চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাবি শাখার উদ্যোগে ‘শহীদ কামরুল ফ্রি মেডিকেল ক্যাম্প–২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে সকাল ৯টায় শুরু হয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্প দিনব্যাপী চলে। বিকাল ৫টায় শেষ হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের উপচেপড়া ভিড় থাকায় সময় আরও বৃদ্ধি করা হয়।
বেলা সাড়ে ১২টায় ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান। এ সময় তিনি মেডিকেল ক্যাম্পে অংশ নেওয়া চিকিৎসকদের সম্মাননা স্মারক প্রদান করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, শহীদ কামরুল ফ্রি মেডিকেল ক্যাম্পে এসে আমি অত্যন্ত আনন্দিত। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রত্যাশিত চিকিৎসা সেবা পাচ্ছে। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরকে ধন্যবাদ জানাচ্ছি এমন একটি আয়োজন করার জন্য। আমি আহ্বান জানাব যাতে অন্য সংগঠনগুলোও শিক্ষার্থীদের পাশে এভাবে দাঁড়ায়।
ইসলামী ছাত্রশিবিরের জাবি শাখার সভাপতি মুহিবুর রহমান মুহিব বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক সময় সমস্যায় ভোগেন; কিন্তু তাদের ব্যস্ততা, অনীহা বা অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে অনেক সময় স্বাস্থ্যসেবা নেওয়া হয়ে ওঠে না। সেই গ্যাপগুলো দূর করতেই আমাদের এ আয়োজন।
শিক্ষার্থী রাকিবুল হাসান বলেন, শিবিরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজকে এখানে আমি যে চিকিৎসা নিয়েছি সেটা বেসরকারি কোনো হাসপাতালে হলে কমপক্ষে ৩ থেকে ৪ হাজার টাকা লাগত; কিন্তু আমি এখানে ফ্রিতেই সেটা পেয়েছি। অনেক ওষুধও তারা আমাকে ফ্রিতে দিয়েছে। এজন্য শিবিরকে অনেক ধন্যবাদ।
শহীদ কামরুল ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী সেবা গ্রহণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন বয়সের নারী-পুরুষ, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরাও সেবা নেন। এছাড়া নিবন্ধিত শিক্ষার্থীদের কলম, চাবির রিং ও নোটপ্যাড উপহার দেওয়া হয়।
ছাত্রশিবিরের মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুর রাজ্জাক, ফজিলাতুন্নেছা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নজরুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মানছুরুল হক, ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ দিদারে আলম মুহসিন, জাকসু ভিপি আবদুর রশিদ জিতু, জিএস মাজহারুল ইসলাম, এজিএস ফেরদৌস আল হাসান, নারী এজিএস আয়েশা সিদ্দিকা মেঘলাসহ জাকসুর সদস্যরা, ইসলামী ছাত্রশিবিরের নেতারা ও সাধারণ শিক্ষার্থীরা।

