জাবিতে মহিলা ক্লাবের নতুন ভবন উদ্বোধন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:২২ পিএম
জাবির মহিলা ক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধন করছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় নতুন ভবনের ফিতা কেটে উদ্বোধনের মাধ্যমে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. সোহেল রানা এবং সম্পাদক অধ্যাপক ড. আইরীন আক্তার।
এছাড়া মহিলা ক্লাবের সভাপতি ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক কামরুন নেছা খন্দকার, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নাসরীন সুলতানা, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তাসলিমা নাহার, মহিলা ক্লাবের সাবেক সদস্য অধ্যাপক ড. ফরিদা আক্তার ও অধ্যাপক ড. সাবিহা সুলতানা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও ছিলেন জাবি সিনেট ও মহিলা ক্লাবের সদস্য সাবিনা ইয়াসমিন, ক্লাবের বর্তমান কার্যকরী কমিটির সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।
