স্কুলে ভর্তির লটারি আজ, যেভাবে জানা যাবে ফল
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০১:৩৮ পিএম
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দেশের সরকারি ও বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির জন্য নির্ধারিত ডিজিটাল লটারি অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই কেন্দ্রীয় লটারি অনুষ্ঠিত হয়।
টেলিটকের নির্ধারিত এই লিংকে প্রবেশ করে এই ফলাফল জানা যাবে। সেক্ষেত্রে নিজস্ব আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে করা যাবে। গতকাল বুধবার বুধবার (১০ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এক চিঠিতে বিষয়টি জানায়।
গত ২১ নভেম্বর থেকে অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়। এই প্রক্রিয়া চলেছে গত ৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। এই সময়ে আবেদন করা শিক্ষার্থীদেরকে আজকের লটারিতে স্কুল ভাগ করে দেওয়া হয়েছে।
মাউশি জানাচ্ছে, আসছে ২০২৬ শিক্ষাবর্ষে মোট ৪ হাজার ৪৮টি সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম চলবে। এর মধ্যে সরকারি স্কুল আছে ৬৮৮টি, আর বেসরকারি স্কুলের সংখ্যা ৩ হাজার ৩৬০টি। সরকারি স্কুলে আসন খালি আছে ১ লাখ ২১ হাজার ৩০টি। এদিকে বেসরকারি প্রতিষ্ঠানে লটারির জন্য নির্ধারিত আছে ১০ লাখ ৭২ হাজার ২৫১টি আসন।
