Logo
Logo
×

শিক্ষাঙ্গন

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:২৬ পিএম

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড।

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। অনিয়মিত এবং মানোন্নয়ন পরীক্ষার্থীদের জন্য ২০২৫ সালের পুনর্বিন্যাসকৃত সিলেবাসই বহাল থাকবে বলে জানানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সব শিক্ষা বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড একটি চিঠির মাধ্যমে নির্দেশনা বাস্তবায়নের কথা জানায়। 

চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৫ সালের এইচএসসি, সমমান এবং আলিম পরীক্ষা এনসিটিবি প্রণীত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সালের পরীক্ষায় অনিয়মিত বা মানোন্নয়ন হিসেবে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের ক্ষেত্রেও একই ২০২৫ সালের পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসরণ করে পরীক্ষা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম