Logo
Logo
×

সারাদেশ

হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বেরোবিতে বিক্ষোভ

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ পিএম

হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বেরোবিতে বিক্ষোভ

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন।

শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে ঘটে যাওয়া এ হামলায় হাদির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার প্রতিবাদে ওই দিন বিকাল সাড়ে ৪টার দিকে বেরোবি ইনকিলাব মঞ্চের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিলটি বের হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ আবু সাঈদ চত্বরে গিয়ে শেষ হয়।

সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বেরোবি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান জয় বলেন, ওসমান হাদির ওপর এ হামলা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকেই গুপ্ত হামলার ঘটনা বাড়ছে। আমরা ইন্টেরিম সরকারকে দ্রুতবিচার নিশ্চিতের আহ্বান জানাই।

মঞ্চের সদস্য সচিব ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো. মেহেদী হাসান বলেন, ওসমান হাদি ভাই টার্গেট কিলিংয়ের শিকার। আমরা হামলাকারীদের কঠোর শাস্তি চাই।

কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক রহমত আলী বলেন, রাজনৈতিক স্বার্থে কেউ হাদিকে গুলি করে থাকলে তাদের রাজনীতি কবর দিতে হবে। দেশের পরিবর্তন ও গণতান্ত্রিক চেতনার জন্য ওসমান হাদির মতো নেতার প্রয়োজন।

বিক্ষোভ শেষে শহীদ আবু সাঈদ ফটকে হাদির সুস্থতা কামনায় সম্মিলিত দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, জুমার নামাজের পর আজ বিকালে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে গুরুতর আহত করে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম