Logo
Logo
×

শিক্ষাঙ্গন

বিপাকে ভর্তিচ্ছুরা

একই দিনে ঢাবি ও এমআইএসটির ভর্তি পরীক্ষা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩ পিএম

একই দিনে ঢাবি ও এমআইএসটির ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদের স্থগিত হওয়া ভর্তি পরীক্ষা আগামী ২৭ ডিসেম্বর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু একই দিনে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ভর্তি পরীক্ষা গ্রহণের দিন ধার্য রয়েছে। 

গুরুত্বপূর্ণ দুই প্রতিষ্ঠানে একই দিন ভর্তি পরীক্ষা নিয়ে বিপাকে পড়েছেন ভর্তিচ্ছুরা। একইসঙ্গে দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকরাও। 

জানা যায়, ঢাবির বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল ২০ ডিসেম্বর। তবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তা স্থগিত করা হয়। 

এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে ভর্তি কমিটির সভা করে। সেখানে ২৭ ডিসেম্বর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। ঢাবির বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ২৭ ডিসেম্বর শনিবার বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা হবে। এদিন বিকাল সাড়ে ৩টা থেকে পরীক্ষা শুরু হতে পারে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি শিগগির জারি করা হবে।

অন্যদিকে এমআইএসটির ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী-২৭ ডিসেম্বর শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এরপর ওইদিন বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত আর্কিটেকচারের ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।

ঢাবির বিজ্ঞান অনুষদ ও এমআইএসরি দুই বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছেন এ বছর এইচএসসি পাশ করা ফাহমিদা নওশীন মুনতাহা। তিনি যুগান্তরকে বলেন, ‘একই দিনে ও একই সময়ে দুটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে প্রার্থীদের যে কোনো একটিতে অংশগ্রহণের সিদ্ধান্ত নিতে হবে। 

এরফলে অসংখ্য শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবেন। এটি খুবই দুঃখজনক। এটা মেনে নেওয়া সম্ভব নয়। অবিলম্বে ঢাবি কর্তৃপক্ষকে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণের বিষয়টি পুনর্বিবেচনা করার অনুরোধ করছি।’ 

একইদিনে দুই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিয়ে দুঃশ্চিন্তায় আছেন মামুনুর রশীদ নামে এক অভিভাবক। তিনি বলেন, ‘বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের বিবেচনা করা উচিত। ভর্তিচ্ছুকদের একদিনে দুই পরীক্ষায় অংশগ্রহণ করা কোনোভাবেই সম্ভব নয়।’ 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম