জাবিতে প্রক্সি দিতে এসে ঢাবি শিক্ষার্থী আটক
জাবি প্রতিনিধি
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী আটক হয়েছেন।
সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে তৃতীয় শিফটের পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ বিল্ডিংয়ের ৪০২ নাম্বার কক্ষ থেকে এই শিক্ষার্থীকে আটক করা হয়।
আটকের পর পরীক্ষার্থীকে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।
আটক শিক্ষার্থী হলেন মো. এহসানুল হক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অনার্স ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ১০১৫ নম্বর কক্ষে বসবাস করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার জাবির বি ইউনিটের ভর্তি পরীক্ষায় স্কুল অ্যান্ড কলেজ বিল্ডিংয়ের ৪০২ নম্বর কক্ষে ৩ নম্বর শিফটে পরীক্ষায় অংশ নেওয়ার সময় তাকে আটক করা হয়। তিনি অন্যজন শিক্ষার্থীর প্রক্সি পরীক্ষা দিতে এসেছিলেন। আসল পরীক্ষার্থী হিসেবে নিবন্ধিত ছিলেন রাফিদ হোসেন সাজিদ। ঢাবির প্রক্সি পরীক্ষার্থী এহসানুলকে জিজ্ঞাসাবাদ শেষে জাবির স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে আসল পরীক্ষার্থী রাফিদ হোসেন সাজিদকে আটক করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।
আটক এহসানুল হক জিসান জানান, তিনি রাফিদ হোসেন সাজিদের হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, এ বিষয়ে পরীক্ষা শেষে ব্রিফিং করে জানানো হবে।
