Logo
Logo
×

শিক্ষাঙ্গন

জাতীয় বিশ্ববিদ্যালয়কে দেশের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়া হবে: উপাচার্য

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৩:০৮ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়কে দেশের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়া হবে: উপাচার্য

জাতীয় বিশ্ববিদ্যালয়কে সেশনজটসহ বিদ্যমান সব সমস্যামুক্ত করে দেশের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। ঐতিহ্যবাহী ঢাকা কমার্স কলেজের '৩৪তম বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ২০২৫'-এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি প্রযুক্তিনির্ভর শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য কলেজসমূহে ল্যাঙ্গুয়েজ ক্লাব স্থাপনের পরিকল্পনার কথা জানান। তিনি আশা প্রকাশ করেন যে, এর মধ্য দিয়ে বিদেশি ভাষায় দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি রপ্তানিতে জাতীয় বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রাখবে। পাশাপাশি তিনি জাতীয় ও বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্টে স্নাতক কোর্স চালুর ওপর গুরুত্ব আরোপ করেন।

 দিনের শুরুতে তিনি জুলাই গণঅভ্যুত্থান, মহান বিজয় দিবস এবং আধিপত্যবাদী লড়াইয়ে শাহাদাতবরণকারী শরিফ ওসমান হাদি স্মরণে স্থাপিত 'তারুণ্যের বিজয় প্রদর্শনী ২০২৫' শীর্ষক দেয়ালিকা ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন।

কলেজটিতে অনুষ্ঠিত অভ্যন্তরীণ ক্রীড়া ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে বিজয়ী এবং উচ্চমাধ্যমিক ও স্নাতক শ্রেণির একাডেমিক ক্ষেত্রে নানা ধরনের কৃতিত্ব প্রদর্শনের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. মাসফিকুস সালেহীন। কলেজ গভর্নিং বডির সভাপতি বিজন কান্তি সরকারের উপস্থিতিতে আরও উপস্থিত ছিলেন কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. কাজী ফয়েজ আহাম্মদ এবং উপাধ্যক্ষ (প্রশাসন) প্রফেসর আবু নাঈম মো. মোজাম্মেল হোসেন। অনুষ্ঠানে কলেজটির প্রতিষ্ঠাতা প্রফেসর কাজী মো. নুরুল ইসলাম ফারুকীকে ইমেরিটাস অধ্যাপক হিসেবে সম্মাননাপত্র তুলে দেওয়া হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম