Logo
Logo
×

শিক্ষাঙ্গন

জাবি ‘সি’ ‘বি’ ‘ই’ ইউনিটের ফলাফল প্রকাশ

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:২৬ পিএম

জাবি ‘সি’ ‘বি’ ‘ই’ ইউনিটের ফলাফল প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘সি’ ইউনিটভুক্ত কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট, ‘বি’ ইউনিটভুক্ত সমাজবিজ্ঞান অনুষদ, ‘ই’ ইউনিটভুক্ত বিজনেস স্টাডিজ অনুষদের ফলাফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার দুপুর দেড়টায় এ ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘সি-১’ ইউনিটভুক্ত কলা ও মানবিকী অনুষদ (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) এবং ‘ডি’ ইউনিটভুক্ত জীববিজ্ঞান অনুষদের ছাত্রদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৯ থেকে বিকাল ৪ টা ১৫ মিনিট পর্যন্ত মোট ৫ শিফটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সকালে উপাচার্য অধ্যাপক  মোহাম্মদ কামরুল আহসান ফার্মেসী ভবন, মাইক্রোবায়োলজি ভবন ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রব, প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

কলা ও মানবিকী অনুষদের (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) ছাত্রদের ৩২টি ও ছাত্রীদের ৩২টি আসনের বিপরীতে ১ হাজার ৫৬৯ জন ছাত্র ও ২ হাজার ১৫৬ জন ছাত্রী আবেদন করেছিলো। জীববিজ্ঞান অনুষদের ছাত্রদের ১৫৫টি ও ছাত্রীদের ১৫৫টি আসনের বিপরীতে ২৯ হাজার ৪৩০ জন ছাত্র এবং ৪০ হাজার ৭৯৩ জন ছাত্রী আবেদন করেছিলো।

উল্লেখ্য, ২৪ ডিসেম্বর ‘ডি’ ইউনিটভুক্ত জীববিজ্ঞান অনুষদের ছাত্রীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম