Logo
Logo
×

শিক্ষাঙ্গন

গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ল

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৭ পিএম

গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ল

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা আগামী ৩০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত ছয়দিন বাড়ানো হয়েছে।

বুধবার রাত ১০টার দিকে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার কোর কমিটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ২৩ ডিসেম্বর অনলাইনে (জুম মিটিং) অনুষ্ঠিত চতুর্থ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গুচ্ছ ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, আগের ঘোষণা অনুযায়ী ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ২৪ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারতেন। তবে আবেদনের বিজ্ঞপ্তি ছাড়ার সময় কিছু সময় হাতে রেখেই বিজ্ঞপ্তি দিয়েছিল কমিটি। এর প্রেক্ষিতেই কোর কমিটির সভায় আবেদনের সময়সীমা আগামী ৩০ ডিসেম্বর  রাত ১২টা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়।

‎প্রসঙ্গত, আগামী ২৭ মার্চ ‘সি’ ইউনিট (বাণিজ্য), ৩ এপ্রিল ‘বি’ ইউনিট (মানবিক) এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম