ফেসবুকে রাজধানীর মাইলস্টোন কলেজের র্যাগিং ভিডিও ভাইরাল, উদ্বিগ্ন অভিভাবকেরা
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:২১ পিএম
ফেসবুকে রাজধানীর মাইলস্টোন কলেজের র্যাগিং ভিডিও ভাইরাল, উদ্বিগ্ন অভিভাবকেরা
|
ফলো করুন |
|
|---|---|
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল এক শিক্ষার্থীকে র্যাগিংয়ের ভিডিও।
গতকাল শুক্রবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে ফেসবুকের টাইমলাইনে ঘুরছে ১ মিনিট ৫০ সেকেন্ডের ওই ভিডিওটি।
ভিডিওতে শিক্ষার্থীদের ইউনিফর্ম থেকে বোঝা গেছে ঘটনাটি রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের।
ভিডিওটিতে দেখা গেছে, ওই বিদ্যাপিঠের একজন শিক্ষার্থীকে ঘিরে ধরে ৯ জন শিক্ষার্থী র্যাগিংয়ে ব্যস্ত। তারা প্রথমে ওই শিক্ষার্থীকে গালাগাল করে।
এরপর তারা ওই ছাত্রকে মারধরও করে তার কাঁধে কয়েকটি স্কুল ব্যাগ চাপিয়ে দেয়।
এতে ক্ষান্ত হয়নি তারা। ওই ছাত্রকে কান ধরে ওঠবস করায় তারা।
তাদের একজন ওই ছাত্রকে জিজ্ঞেস করছে, ‘নাম জানি কী তোর?’
এসময় অপর একজন চিৎকার করে বলছে, ‘ভিডিও কর ভিডিও কর। এই অর্ণব ভিডিও কর।’
একসময় ক্লাসরুম থেকে ওই শিক্ষার্থীকে বের করে দেয় ওই ৯ শিক্ষার্থী।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও আপলোডের পর হু হু করে ছড়িয়ে পরে।
নেটিজেনদের অনেকেই আতংকিত হয়ে ওঠেন। অনেক অভিভাবকই নিজেদের সন্তানের জন্য দুশিন্তাগ্রস্থ হয়ে পড়েন।
বিদ্যালয়ে এমনটা চললে কীভাবে সন্তানদের পাঠাবেন তা নিয়ে উদ্বিগ্নতা দেখা দেয় অনেকের মাঝে।
বিদ্যালয় কর্তৃপক্ষ কেন এর ব্যবস্থা নিচ্ছে না সে বিষয়ে প্রশ্ন ছুঁড়েন কেউ কেউ।
এতো সব সমালোচনার পর মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ জানাচ্ছে, এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি তাদের বিদ্যালয়ে।
ঘটনাটির অনুসন্ধান করেছে কলেজ কর্তৃপক্ষ। তারা খুঁজে বের করছেন র্যাগিংয়ের শিকার ওই ছাত্রকে।
ভাইরাল ভিডিও নিয়ে প্রতিষ্ঠানটির স্কুল শাখার অধ্যক্ষ মো. আশরাফ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘আমাদের প্রতিটি রুমে সিসিটিভি ক্যামেরা আছে। বিদ্যালয়ের হলরুমে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি ।
এ প্রতিষ্ঠানে কোনো প্রকার র্যাগিংয়ের সুযোগ নেই বলে জানান তিনি।
তবে ভিডিওটি কীভাবে এলো প্রশ্নে তিনি জানান, যার এই ভিডিও তৈরি করে ইন্টারনেটে ছেড়েছে তাদের সঙ্গে কথা হয়েছে।
ওই ১০ শিক্ষার্থীর বক্তব্য, এটা একটা অভিনয় ছিল, শুধুই মজার ছলে এ ভিডিও তারা তৈরি করেছে।
যে ছাত্রকে র্যাগিং করা হয়েছে সেই ছাত্র নিজেই এসব তথ্য দিয়েছেন বলে জানান অধ্যক্ষ মো. আশরাফ হোসেন।
ভিডিও দেখতে লিংকে ক্লিক করুন-
এদিকে ফেসবুকে এমন ভিডিও ছড়িয়ে পড়াকে কলেজের জন্য লজ্জাজনক ও মর্যাদাহানীকর বলে জানিয়েছেন মাইলস্টোন স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষার্থীরা ।
এই বিদ্যাপিঠে এমন র্যাগিং আগে কখনও হয়নি দাবি করে সাবেক শিক্ষারথীরা বলেন, মজার ছলেও এমন ভিডিও তৈরি গর্হিত অন্যায়।
শিক্ষকদের অগোচরে এমন র্যাগিং হতেও পারে আশংকা করে তারা জানান, বিষয়টি হয়তো নতুন যুক্ত হয়েছে। র্যাগিংয়ের নামে এমন নির্যাতন অবিলম্বে বন্ধ করা উচিত।
এই ভিডিওর সঙ্গে জড়িত শিক্ষার্থীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
