Logo
Logo
×

শিক্ষাঙ্গন

কালো ব্যাজ ধারণ করে ঢাবিতে ছাত্রদলের মিছিল

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৩ মার্চ ২০১৯, ০৭:৪৬ এএম

কালো ব্যাজ ধারণ করে ঢাবিতে ছাত্রদলের মিছিল

কালো ব্যাজ ধারণ করে ঢাবিতে ছাত্রদলের মিছিল। ছবি-সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অনিয়ম ও কারচুপির প্রতিবাদে কালো ব্যাজ ধারণ করে মৌন মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

শনিবার দুপুর ১২টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিল শুরু করে ছাত্রদল। এরপর ক্যাম্পাসের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিল শুরুর আগে ডাকসুতে ছাত্রদলের জিএস প্রার্থী আনিসুর রহমান খন্দকার অনিক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু নির্বাচনের সময় তাদের প্রতি অর্পিত পবিত্র দায়িত্ব পালন করেননি। ফলে আমরা এই নির্বাচন প্রত্যাখ্যান করছি এবং একইসঙ্গে পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছি।

ছাত্রদল মিছিল ঢাবি ডাকসু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম