Logo
Logo
×

শিক্ষাঙ্গন

আবাসিক হলে তালা দিয়ে শিক্ষার্থীদের মিছিলে নিয়ে গেল ছাত্রলীগ

Icon

কুবি প্রতিনিধি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০১৯, ০৪:২৭ পিএম

আবাসিক হলে তালা দিয়ে শিক্ষার্থীদের মিছিলে নিয়ে গেল ছাত্রলীগ

আবাসিক হলের গেটে তালা। ছবি: যুগান্তর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে আবাসিক হলে তালা দিয়ে শিক্ষার্থীদের মিছিলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হল ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। শনিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে কাজী নজরুল ইসলাম হল থেকে মিছিল বের করার প্রস্তুতি নেয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী হলের ভেতরে থাকলেও হল ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেনের উপস্থিতিতে কলাপসিবল গেটে তালা দিয়ে দেয় ওই হলের নেতা-কর্মীরা। 

এ সময় গেটে দায়িত্বরত নিরাপত্তাকর্মী মো. জাহাঙ্গীরকে মিছিল শেষ করে না আসা পর্যন্ত তালা বন্ধ রাখার নির্দেশ দেন তারা।

নাম প্রকাশ না করার শর্তে হলের সিনিয়র এক শিক্ষার্থী জানান, পরীক্ষা এবং ব্যক্তিগত কাজের কারণে মিছিলে যেতে পারিনি। দুপুরের খাবার খেতে নিচে গিয়ে দেখি হলের গেটে তালা। এভাবে হল প্রশাসনের কোনো নির্দেশনা ছাড়া জোরপূর্বক তালা দেয়াটা দুঃখজনক।

তবে অভিযোগ অস্বীকার করে নজরুল হল ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন বলেন, আমি ছিলাম না, আগে চলে গেছি। মনে হয় জুনিয়র পোলাপাইনে দুষ্টুমি করে তালা দিয়েছে। আমি জানি না এটা।

শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, বিষয়টি শুনেই সঙ্গে সঙ্গে তালা খুলে দিতে বলেছি। তালা দেয়ার কোনো নিয়ম নেই। হলের সব শিক্ষার্থী তো আর রাজনীতিতে সক্রিয় না।

হলের প্রাধ্যক্ষ মো. এমদাদুল হক জানান, আমি বিষয়টি জানি না। তবে খোঁজ নিয়ে দেখছি।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম