আইইউবিএটিতে এসডিজিবিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯, ০৪:৪০ পিএম
আইইউবিএটিতে আন্তর্জাতিক কনফারেন্স। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) গ্রিন ক্যাম্পাসে 'উন্নয়নশীল দেশগুলোর জন্য টেকসই উন্নয়ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা' শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করা হবে শনিবার।
কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভুটানের অর্থমন্ত্রী লোকনাথ শর্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়ার আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. শাহাদাত খান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব, ড. সানোয়ার জাহান ভূঁইয়া।
মালয়েশিয়ার বিশিষ্ট অর্থনীতিবিদ ও মালয় বিশ্ববিদ্যালয় অর্থনীতির অধ্যাপক ড. রাজাহ রাসিয়াহ টেকসই বিকাশের জন্য ওপেন সিস্টেমের ওপর একটি মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।
আইইউবিএটির উপাচার্য প্রফেসর ড. আবদুর রবের সভাপতিত্বে আরও উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. হামিদা আখতার বেগম, কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস।
