Logo
Logo
×

শিক্ষাঙ্গন

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাবিতে বিক্ষোভ মিছিল

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৯, ০১:০৪ পিএম

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাবিতে বিক্ষোভ মিছিল

বিক্ষোভ মিছিল। ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন নিয়ে টালবাহানার প্রতিবাদ ও মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি সমাবেশে মিলিত হয়। 

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা মহানগর পূর্ব, দক্ষিণ, উত্তর, পশ্চিম, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, বাঙলা কলেজ, তেজগাঁও কলেজ, সরকারি কবি নজরুল কলেজসহ দেশের অন্যান্য ইউনিটসমূহে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করার জন্য ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। একই সঙ্গে ভবিষ্যতে যে কোনো কর্মসূচি পালন করার জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।

খালেদা জিয়া কারাগার ঢাবি ছাত্রদল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম