বেরোবি ভিসিকে না পেয়ে দরজায় স্মারকলিপি সেঁটে দিলেন শিক্ষকরা!
বেরোবি প্রতিনিধি
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২০, ০৩:০৫ পিএম
ভিসির দরজায় স্মারকলিপি। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে ক্যাম্পাসে না পেয়ে তার কার্যালয় কক্ষের দরজায় স্মারকলিপি সেঁটে দিয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছেন শিক্ষকরা।
মঙ্গলবার দুপুরে ভিসিবিরোধী শিক্ষকদের সংগঠন ‘অধিকার সুরক্ষা পরিষদ’-এর ব্যানারে একুশ দফা দাবিতে ভিসির কার্যালয়ে স্মারকলিপি দিতে গিয়ে ভিসিকে না পেয়ে শিক্ষকরা ভিসির দরজার সামনে স্মারকলিপি সেঁটে দিয়ে প্রতিবাদ জানান।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. তুহিন ওয়াদুদ অভিযোগ করে বলেন, নিয়োগের শর্ত ভঙ্গ করে ভিসি মাসের পর মাস ক্যাম্পাসে অনুপস্থিত থাকায় শিক্ষা কার্যক্রমসহ বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়েছে।
তিনি জানান, ক্যাম্পাসে তার সার্বক্ষণিক উপস্থিতি ও সব অনিয়ম-দুর্নীতি বন্ধসহ একুশ দফা দাবিতে তারা স্মারকলিপি দিতে গেলে তারা ভিসির কক্ষে তালা ঝুলতে দেখে ভিসির পিএস আমিনুর রহমানের কাছে জানতে চান। ভিসির পিএসও বলতে পারেননি ভিসি কবে কখন ক্যাম্পাসে আসবেন।
অধিকার সুরক্ষা পরিষদের সদস্য সচিব খাইরুল কবির সুমন বলেন, এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতিসহ হেন কোনো অপকর্ম নেই যা বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন করেনি।
তার অভিযোগ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে সিন্ডিকেট, নিয়োগ বোর্ড, গুরুত্বপূর্ণ সভার আয়োজন এবং বিশ্ববিদ্যালয় আইন ভঙ্গ করে ভিসির বিরুদ্ধে একাধিক অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানের দায়িত্ব নেয়াসহ বিভিন্ন অন্যায়ের প্রতিবাদে সংগঠনের পক্ষ থেকে তারা ন্যায়সঙ্গত দাবি নিয়ে স্মারকলিপি প্রদানের কর্মসূচি নেন।
কিন্তু যাকে স্মারকলিপি দেবেন তিনি ক্যাম্পাসে না থাকায় তারা দরজার সামনে স্মারকলিপি সেঁটে দিতে বাধ্য হন তারা।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. গাজী মাজহারুল আনোয়ার, ড. শিমুল মাহমুদ, বর্তমান কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মতিউর রহমান, যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম নিরব, সদস্য সাব্বীর আহমেদ চৌধুরী, নীল দলের সভাপতি ড. নিত্য ঘোষ, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মশিউর রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাসনিম হুমায়দা, প্রভাষক মাহমুদুল হক প্রমুখ।
