Logo
Logo
×

শিক্ষাঙ্গন

প্রেমবঞ্চনার বিরুদ্ধে রাবিতে বিক্ষোভ

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩৭ এএম

প্রেমবঞ্চনার বিরুদ্ধে রাবিতে বিক্ষোভ

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রেমবঞ্চিত সংঘের শিক্ষার্থীরা বিশ্ব ভালোবাসা দিবসে প্রতিবাদী র‌্যালি সমাবেশ করেছে। শুক্রবার বেলা ১১টার দিকে রাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনের আমতলা থেকে বের হয় ব্যতিক্রমী এ র‌্যালি।

এতে ‘কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না,’ ‘প্রেমের নামে প্রহসন, চলবে না চলবে না,’ ‘তুমি কে? আমি কে? বঞ্চিত, বঞ্চিত,’ – এ স্লোগান দিতে দেখা গেছে শিক্ষার্থীদের।

ক্যাম্পাসটির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে জমায়েত হয় র‌্যালিটি। সমাবেশে বিশ্ববিদ্যালয় প্রেমবঞ্চিত সংঘের সভাপতি নুরুল ইসলাম জিম বলেন, বর্তমানে ১৪ ফেব্রুয়ারিতে প্রেমের নামে যে অশ্লীলতা হয়, তার প্রতিবাদে  আমরা র‌্যালি করেছি।

তিনি বলেন, একজন অনেকজনের সঙ্গে প্রেম করে, এটির বিরুদ্ধে আমরা। আমরা চাই প্রেমের সুষম বণ্টন।

র‌্যালিতে সাধারণ সম্পাদক তন্ময় রশিদসহ দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সংগঠনটি গণস্বাক্ষর, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, পথশিশু ও দুস্থদের জন্য একবেলা খাবারের আয়োজন করেছে।

রাবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম